কলকাতা: গলছে বরফ? নয়া মাত্রা পাচ্ছে মোদি-মমতার সম্পর্ক? এই নিয়ে জল্পনার মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে দিলেন বার্তা৷
আজ মঙ্গলবার সকাল আটটায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটারে লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা৷’’ মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই সোশ্যাল দুনিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে৷ সাড়ে তিন হাজারের কাছাকাছি লাইক পেয়েছে মুখ্যমন্ত্রী পোস্ট৷ রিটুইট করেছেন অন্তত ২৬০ জন৷ প্রধানমন্ত্রীকে ট্যাগ করে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তায় এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
তবে নরেন্দ্র মোদি একাই নন, চিত্রশিল্পী এম এফ হুসেনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে দ্রাবিড় আন্দোলনের অন্যতম ইভি রামস্বামী জন্মশতবার্ষিকীতেও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলার বিশিষ্ট কবি বিনয় মজুমদারের জন্মদিনে প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার সকাল আটটায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রথম টুইট করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা৷ কেননা বুধবার বিকালে মোদির মুখোমুখি হওয়ার কথা মমতার৷
Birthday greetings to Prime Minister @narendramodi ji
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী কে জন্মদিনের শুভেচ্ছা
— Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2019
জানা গিয়েছে, মোদির সঙ্গে বৈঠক করতে আজ রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে৷ আগামী ২০ সেপ্টেম্বর ফিরবেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা৷ কেননা, সারদা মামলায় রাজীব কুমারকে নিয়ে সিবিআই তৎপরতা শুরু হওয়ার পরপরই এবার মোদি মমতার বৈঠক শুরু হয়েছে নয়া কৌতুহল৷ এই প্রথম লোকসভা নির্বাচনের পর মোদি মমতা একসঙ্গে মুখোমুখি হতে চলেছেন৷
কিন্তু, হঠাৎ কেন এই সফর? তাও আবার রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, মমতার এই সফর বেশ তাৎপর্য পূর্ণ বলেও মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে প্রধানমন্ত্রীর সময় চাওয়ার পর বুধবার সাড়ে চারটেয় বৈঠকের সময় নির্ধারিত হয়েছে৷ ওই বৈঠকে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে হতে পারে আলোচনা৷ এছাড়াও, মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেও সূত্রের খবর৷ যদিও এর আগে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান থেকে নীতি আয়োগ বৈঠক সহ কেন্দ্রের ডাকা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে দরহাজির ছিল বাংলা৷ এবার, সারদা মমলায় সিবিআই তৎপরতা ও রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন শুরু হতেই মোদি-মমতার বৈঠক ঘিরে জারি নয়া জল্পনা৷