বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন মেসির, ৩৬-এর সেলিব্রেশন তুঙ্গে

বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন মেসির, ৩৬-এর সেলিব্রেশন তুঙ্গে

c3e12cfdf904f31761fbef92cac402b3

কলকাতা: শনিবার ৩৬-এ পা রাখলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিংবদন্তি এই ফুটবলার কয়েক মাস আগেই বিশ্বকাপ জয় করেছেন। তারপর এটাই লিওনেল মেসির প্রথম জন্মদিন। তাই সেলিব্রেশনও যে বিশ্বজুড়ে দাপটের সঙ্গে হচ্ছে তা বলাই বাহুল্য। ১৯৮৭ সালের আজকের দিনেই আর্জেন্তিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। বাকিটা ইতিহাস। 

নিজের ফুটবল কেরিয়ারে যাবতীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন মেসি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল করেছেন। তারপর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। এছাড়া দেশের জার্সিতে ১ হাজার ৭৫ ম্যাচে এখনও ১০৩ গোল করেছেন। সব মিলিয়ে মোট ৮০৭ গোল রয়েছে তাঁর ঝুলিতে। এদিকে লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেট তো চোখ ধাঁধানো। ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫টি ট্রফি জিতেছেন তিনি যার মধ্যে আছে ১০টি লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ। এছাড়া পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ান সহ ৩টি ট্রফি। সর্বোপরি ২০২২ সালে বিশ্বকাপ। মেসির ব্যালন ডি’ওর সংখ্যাও সর্বাধিক, ৭টি। 

আপাতত ক্লাব ফুটবলে বার্সেলোনা, পিএসজি অতীত করে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে পা রাখবেন মেসি। তাঁর নতুন ক্লাব মায়ামির কিছুটা শেয়ারের মালিক বেকহ্যাম। কানাঘুষো, লিও মায়ামিতে যোগ দিলে তাঁকেও নাকি ক্লাবের খানিকটা শেয়ার ছেড়ে দেবে মালিকপক্ষ। অর্থাৎ অবসর নেওয়ার পর মায়ামির সহ-মালিক হয়ে যাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *