বিধানসভায় বিল পাসের পদ্ধতিতে হস্তক্ষেপ রাজ্যপালের!

কলকাতা: রাজ্যের পাস করা বিলের পদ্ধতি খতিয়ে দেখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল৷ রাজ্যের পাঠানো বিলের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা চাইতে পারেন রাজ্যপাল৷ বিধানসভায় বিল পাসের পদ্ধতি খতিয়ে দেখবেন রাজ্যপাল৷ রাজভবন সূত্রে এখনই বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ জানা গিয়েছে, রাজ্য বিধানসভায় বিল পাস করানোর পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা চাইতে পারেন রাজ্যপাল৷ প্রয়োজনে বিধানসভার কার্যবিবরণী চাইতে পারেন তিনি৷ দরকার হলে

বিধানসভায় বিল পাসের পদ্ধতিতে হস্তক্ষেপ রাজ্যপালের!

কলকাতা: রাজ্যের পাস করা বিলের পদ্ধতি খতিয়ে দেখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল৷ রাজ্যের পাঠানো বিলের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা চাইতে পারেন রাজ্যপাল৷ বিধানসভায় বিল পাসের পদ্ধতি খতিয়ে দেখবেন রাজ্যপাল৷ রাজভবন সূত্রে এখনই বিজ্ঞপ্তি জারি হয়েছে৷

জানা গিয়েছে, রাজ্য বিধানসভায় বিল পাস করানোর পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা চাইতে পারেন রাজ্যপাল৷ প্রয়োজনে বিধানসভার কার্যবিবরণী চাইতে পারেন তিনি৷ দরকার হলে স্পিকারের ব্যাখ্যা নিতে পারেন তিনি৷ প্রেস বিবৃতি দিয়ে এমনই ইঙ্গিত দিয়েছে রাজভবন৷

বিধানসভায় বিল পাসের পদ্ধতি নিয়ে আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তীর সম্পতি রাজ্যপালের কাছে অভিযোগ তোলেন৷ ওই অভিযোগের পর এবার রাজ্য বিধানসভার বিল পাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে পারে রাজভবন৷
আর এই নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা৷ বিধানসভায় পাস করা বিলের উপর রাজ্যপাল হস্তক্ষেপ করতে পারেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কেননা বিধানসভায় পাস করার বিল অনুমোদন দিয়ে থাকেন রাজ্যপাল৷ ত্রুটি থাকলে তিনি তা ফেরত পাঠাতে পারেন৷ পরে সেই সংশোধিত বিলে স্বাক্ষর করে থাকেন রাজ্যপাল৷ এবার বিল পাসের পরিস্থিতিতে রাজ্যপাল যদি ব্যাখ্যা চেয়ে পাঠান, তাহলে তা নজিরবিহীন বলেই বলে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *