কলকাতা: কাটমানির অভিযোগ রুখতে এবার নয়া ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর৷ বাংলার আবাস যোজনায় দুর্নীতি ঠেকাতে বিডিওদের উপর বাড়তি দায়িত্ব চাপিয়ে নয়া বিজ্ঞপ্তি রাজ্যের৷
কাটমানি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নয়া নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দপ্তর৷ বাংলার আবাস যোজনায় কোথাও কোনও টাকা নেওয়া যাবে না বলেও সাফ উল্লেখ করা হয়েছে৷ উপভোক্তাদের পরিষেবা নিয়ে সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ উপভোক্তাদের সচেতন করতে বিডিওদের পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ লিফলেট, পোস্টার দিয়ে সচেতন করতে হবে৷
একই সঙ্গে বাংলায় আবাস যোজনা সরকারের বাড়ি বানানোর সময় প্রতি স্তরে তুলতে হবে ছবি৷ বাড়ি নির্মাণের ছবি তুলে পাঠাতে হবে পঞ্চায়েত দপ্তরে৷ তারপর মিলবে পরবর্তী অনুমোদন৷ কেননা, এই প্রকল্পে সব থেকে বেশি মাত্রায় দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল৷ এবার সেই অভিযোগ মেটাতে উপভোক্তাদের সচেতন করার নির্দেশ পাঠাল পঞ্চায়েত দপ্তর৷