ফের রহস্যে মোড়া টুইট মহারাজের! জন্মদিনে বড় ঘোষণার ইঙ্গিত দিলেন সৌরভ

ফের রহস্যে মোড়া টুইট মহারাজের! জন্মদিনে বড় ঘোষণার ইঙ্গিত দিলেন সৌরভ

কলকাতা: ফের রহস্যের জাল বুনলেন মহারাজ। জন্মদিনের আগে রহস্যময় টুইটে বাড়ালেন জল্পনা।  নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্য বাড়ালেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী শনিবার ৮ জুলাই ৫১তম জন্মদিন পালন করবেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি৷ ওইদিন কলকাতাতেই কাটাবেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে একটি টুইট করেন সৌরভ৷ সেখানে তিনি বলেন, ‘৮ জুলাই আমার জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন।’

রহস্যময় টুইট সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন৷ অনেকেই মনে করছেন রাজনীতিতে আসা নিয়ে কোনও ঘোষণা করতে পারেন সৌরভ৷ কারণ দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে  রাজনীতির যোগ রয়েছে৷ এই নিয়ে বহু আলোচনাও হয়েছে। কিন্তু, সৌরভ  প্রসঙ্গে বরাবারই কৌশলী অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন। সেই বৈঠকে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। অন্যদিকে, এর আগে সৌরভের বাড়িতে গিয়ে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনিও সৌরভকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছেন৷ কিন্তু, সেখানেও সৌরক্ষ ছিলেন নিরপেক্ষা৷ তবে এবার মনে করা হচ্ছে, মহারাজ হয়তো কলকাতার শেরিফ হতে পারেন। কারণ তাঁর শিয়রে নানা মুকুট রয়েছে, কিন্তু তিনি শেরিফ হননি। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই বিষয়টিই তিনি পাকা করেছেন, তেমনটাই জল্পনা৷ 

সৌরভ রাজনীতিতে নামবেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও আগামী দিনে আইসিসি সভাপতি হতে গেলে কেন্দ্রের বিজেপি সরকারের দাক্ষিণ্য প্রয়োজন৷ সেই কারণে তিনি বিজেপি-র হয়ে প্রচারে নামার কৌশল নিতে পারেন। তবে রাজনীতি যে তাঁর ক্ষেত্র নয়, সে কথাও  তিনি বারবার উল্লেখ বলেছেন।

প্রসঙ্গত, এর আগেও টুইটে দল্পনা বাড়িয়েছিলেন সৌরভ৷ পরে দেখা যায়, তিনি একটি বহুজাতিক সংস্থার বিপননী দূত হিসেবে উপস্থিত হয়েছেন। ফের কি তেমনই কোনও চমক দেবেন দাদা? সেটা সময়ই বলবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =