কলকাতা: অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ৷ তার আগে ভয়াবহ অগ্নিকাণ্ড ইডিনের ড্রেসিংরুমে৷ বুধবার রাত বারোটা নাগাদ হঠাৎই ক্রিকেটের নন্দন কাননে অগ্নিকাণ্ড ঘটে৷ খবর পেয়েই ইডেনে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ শর্ট সার্কিট থেকেই গতকাল রাতে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ বিশ্বকাপে ইডেনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। তার আগে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলেও।
রাত ১২টা নাগাদ ইডেন এবং তার পার্শ্ববর্তী এলাকা বেশ নির্জনই থাকে। এমন সময় হঠাৎই দেখা যায় স্টেডিয়ামের ভিতরে অ্যাওয়ে দলের ড্রেসিংরুম থেকে ধোঁয়া বেরচ্ছে৷ জানা গিয়েছে, এই ড্রেসিংরুমের বাইরেই পুনর্নির্মাণের কাজ চলছে। জোরতোড় চলছে বিশ্বকাপের প্রস্তুতি৷ এরই মধ্যে আচমকাই এমন কাণ্ডে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল৷ দমকলের তরফে জানানো হয়েছে, বুধবার রাতে ড্রেসিংরুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরতে থাকে৷
এদিকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ইডেন পরিদর্শনে আসবে আইসিসি এবং বিসিসিআই-এর প্রতিনিধি দল। সবকিছু ঠিক থাকলে ফিট ঘোষণা করা হবে ইডেনকে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এর আগে আশ্বাস দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের আগেই ইডেনের সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আচমকা অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে পড়ে গেল ইডেনের নিরাপত্তা।