কলকাতা: যাদবপুরকণ্ডে প্রতিবাদ জানিয়ে এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি ও বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের৷ বাবুল সুপ্রিয়র উপর হেনস্তার ঘটনায় আজ যাদবপুর থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে আরএসএস ছাত্রসংগঠন ভারতীয় বিদ্যার্থী পরিষদের৷
আজ সকালে যাদবপুর থানায় যান অগ্নিমিত্রা পাল ও জয়প্রকাশ মজুমদার৷ সেখানে গিয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে হেনস্তার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়৷ বিজেপির তরফ বাবুলকে ঘেরাও করে রাখা পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে৷
We shall rehabilitate you ‘mentally’ so that you & your Hooligan Friends (all footages available with the media) behave like you are supposed to behave as students .. till then. (2/2) @BJP4Bengal @BJYM @ABVPVoice #JadavpurUniversity pic.twitter.com/tDXEZfRVt3
— Babul Supriyo (@SuPriyoBabul) September 20, 2019
These cowards will not be allowed to malign & tarnish the image of #JadavpurUniversity .. U shall be found out by us soon but don’t worry, you shall not be treated in the manner you treated me .. (1/2)@BJP4Bengal @BJYM @ABVPVoice @BJPLive pic.twitter.com/yRu8O35d1t
— Babul Supriyo (@SuPriyoBabul) September 20, 2019
অন্যদিকে থানায় অভিযোগ দায়ের করেছে এসএফআই৷ তাদের দাবি, বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় অহেতুক এসএফআইয়ের নাম জড়ানো হচ্ছে৷ এসএফআই বাবুল সুপ্রিয়কে কোনভাবেই হেনস্থা করেনি৷ একই সঙ্গে ক্যাম্পাসে তাণ্ডব চালানোর দায়ে এবিভিপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বাম ছাত্র সংগঠন৷