না জেনে তথ্য দিচ্ছেন পার্থ, সংঘাত বাড়িয়ে বিবৃতি রাজভবনের

কলকাতা: তুঙ্গে রাজভবন-নবান্ন দ্বৈরথ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় দ্বিতীয়বার বিবৃতি জারি করল রাজভবন৷ বিবৃতিতে সরাসরি শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে ‘ভুল তথ্য’ দেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে৷ আর এই নিয়ে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত৷ রাজভবনে তরফে বিবৃতির জারি করে জানানো হয়েছে, ‘‘গতকাল যাদবপুরে যাওয়া আবশ্যিক ছিল৷ না জেনে বিবৃতি দিচ্ছেন তৃণমূলের মহাসচিব৷ তিনি বলছেন, সরকারকে

0626d826d28b0bb530a389c4e101e918

না জেনে তথ্য দিচ্ছেন পার্থ, সংঘাত বাড়িয়ে বিবৃতি রাজভবনের

কলকাতা: তুঙ্গে রাজভবন-নবান্ন দ্বৈরথ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় দ্বিতীয়বার বিবৃতি জারি করল রাজভবন৷ বিবৃতিতে সরাসরি শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে ‘ভুল তথ্য’ দেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে৷ আর এই নিয়ে শুরু হয়েছে রাজভবন-নবান্ন সংঘাত৷

রাজভবনে তরফে বিবৃতির জারি করে জানানো হয়েছে, ‘‘গতকাল যাদবপুরে যাওয়া আবশ্যিক ছিল৷ না জেনে বিবৃতি দিচ্ছেন তৃণমূলের মহাসচিব৷ তিনি বলছেন, সরকারকে না জানিয়ে গিয়েছিলেন রাজ্যপাল৷ এই নিয়ে মুখ্যসচিব, ডিজিপির সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে৷’’

বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি জারি করে জানান, রাজ্যপাল না জানিয়ে বিজেপি নেতাকে উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন৷ এই ঘটনা দুর্ভাগ্যজনক৷ রাজ্যপালের উচিত ছিল রাজ্য প্রশাসনকে জানানো৷ শিক্ষামন্ত্রী এই বিবৃতির পাল্টা হিসেবে আজ রাজভবনের তরফের পাল্টা বিবৃতি জারি করা হয়েছে৷

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহের ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিদ্রোহ ঘোষণা দিলীপ ঘোষের৷ অমিত শাহকে চিঠি পাঠিয়ে গোটা ঘটনার কথা উল্লেখ করেন তিনি৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিলীপ ঘোষ জানিয়েছে, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ করা হয়েছে৷ পুলিশের কাজ করতে হয়েছে রাজ্যপালকে৷ এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে হচ্ছে রাজ্যপালকে৷ এর থেকে লজ্জার কী আছে?’’ এই নিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা মুকুল রায়৷ সংবাদ মাধ্যমে মুকুলের দাবি, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা রাজ্যের আইন-শৃঙ্খলার প্রতিচ্ছবি৷’’ গোটা বিষয়টি বিবেচনা করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার অমিত শাহের কাছে আর্জি জানিয়েছেন দিলীপ ঘোষ৷ রাজভবন সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনায় বিবৃতি জারি করা হয়েছে৷ তাতে জানানো হয়েছে, যেভাবে মন্ত্রীকে আটকে করে রাখা হয়েছে, তা আদতে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রতিচ্ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *