রাঁচি: রাঁচির রাস্তায় মাঝেমধ্যেই দেখা যায় তাঁকে৷ কখনও হেলমেটে মুখ ঢেকে বাইকে, কখনও গাড়িতে৷ তিনি ক্যাপ্টেন কুল৷ এদিন হয়তো রাস্তা হারিয়ে ফেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি গাড়ি থেকে মুখ বাড়াতেই প্রিয় তারকাকে কাছে পেয়ে গেলেন ক্রিকেটপ্রেমীরা। স্বভাবতই প্রাক্তন ভারত অধিনায়ককে কাছে পেয়ে উচ্ছ্বসিত তাঁরা৷
এদিন রাস্তার ধারে একটি দোকানের সমানে এসে দাঁড়ায় কালো রং-এর একটি গাড়ি। চালকের পাশের আসনে বসে থাকা ব্যক্তি মুখ বাড়িয়ে স্থানীয়দের কাছে জানতে চান একটি ঠিকানা। তাও একেবারে বিহারের স্থানীয় ভাষায়৷ ওই ব্যক্তি আর কেউ নন, সবার প্রিয় মাহি। পরনে ধূসর জিন্স৷ সঙ্গে সাদা টিশার্ট৷ ক্রিকেট তারকাকে হঠাৎ এ ভাবে সামনে থেকে দেখে প্রথমে কিছুটা বিস্মিতই হয়েছিলেন স্থানীয়েরা। তবে চটপট ধোনিকে ঠিকানা বাতলে দেন তাঁরা। স্থানীয়রা সেলফি তোলার অনুরোধ জানালে হাসিমুখে সেই আবদারও মেটান তিনি। ধোনির এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। জানা গিয়েছে, যিনি ধোনিকে ঠিকানা বলে দিয়েছিলেন, তাঁর নাম মুরারি যাদব। সোশ্যীল মিডিয়ায় ধোনির ভিডিয়ো শেয়ার করে নীচে নিজের পরিচয় দিয়ে লিখেছেন, ‘‘আমি সেই ভাগ্যবান ব্যক্তি।’’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি৷ এখন শুধুই আইপিএল-এর ম্যাচে দেখা যায় তাঁকে৷ ফলে ক্রিকেটীয় ব্যস্ততা অনেকটাই কম। বরং ব্যবসা ও অন্যান্য কাজেই বেশি ব্যস্ত থাকেন মাহি। তেমনই কোনও কাজে হয়তো রাঁচি থেকে কিছুটা দূরে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল৷