কলকাতা: নিম্ন আদালতে লাগাতার ধাক্কা খাওয়ার পর এবার সেই কলকাতা হাইকোর্টে আর্জি জানাচ্ছেন রাজীব কুমার৷ আগামিকাল রাজিব কুমারের আবেদনের শুনানি সম্ভাবনা৷ আগাম জামিনের আর্জি জানানো হতে পারে বলে খবর৷
আলিপুর আদালতে ধাক্কা খাওয়ার পর এবার হাইকোর্টের দ্বারস্থ হন ‘নিখোঁজ’ রাজীব কুমার৷ আদালত সূত্রে খবর, হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি৷ বিচারপতি সহিদুল্লা মুন্সির এজলাসে মামলার শুনানি সম্ভাবনা৷ খুব সম্ভবত মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর৷
অন্যদিকে রোজভ্যালি মামলা সিবিআইয়ের তলবি নোটিসের পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন রাজীব কুমার৷ আরও বেশ খানিকটা সময় চেয়ে সিবিআর কাছে আবেদন জানিয়েছেন তিনি৷ খবর সিবিআই সূত্রে৷ তবে, আড়াতে থেকেও তিনি কীভাবে এই আর্জি পাঠালেন, তা অবশ্য পরিস্কার নয়৷ কারণ, রাজীবের খোঁজে দফায় দফায় সিবিআই অভিযানের মধ্যে রাজীবের জবাব ঘিরে তুঙ্গে বিতর্ক৷
এর আগে বারাসত ও আলিপুর আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে যায় রাজীব কুমারের৷ নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হওয়ার পর এবার সরাসরি ফের হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজীব কুমার৷ এর আগেও রাজীব কুমারের উপর দেওয়া কলকাতা হাইকোর্টের গ্রেপ্তারির রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হয়৷ সুপ্রিম কোর্ট-হাইকোর্ট, নিম্ন আদালতের একের পর এক ধাক্কা খাওয়ার পর ফের কলকাতা হাইকোর্টে যাচ্ছেন রাজীব কুমার৷