ফের সোনা জয় নীরজের, প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা ‘সোনার ছেলে’

ফের সোনা জয় নীরজের, প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা ‘সোনার ছেলে’

neeraj chopra

কলকাতা: অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ৷ ফের সেনা জয় সোনার ছেলের৷ প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতলেন নীরজ চোপড়া৷ চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়লেন তিনি।

সাধারণত, সাধারণত প্রথম থ্রো-তেই ম্যাজিক থাকে নীরজের৷ তবে এদিন প্রথম থ্রো-তে ফাউল করেছিলেন ভারতীয় এই জ্যাভলার। তবে দ্বিতীয় থ্রো-তেই ফাইনালের সেরা থ্রোটি করে ফেলেন তিনি। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে যায় তাঁর জ্যাভলিন৷ সে গণ্ডি আর কোনও জ্যাভলিন থ্রোয়ার টপকাতে পারেননি। ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জেতেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিম। 

প্রসঙ্গত, অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন পানিপথের এই তরুণ৷ গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেই থামতে হয়েছিল নীরজকে। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল সেরার শিরোপা। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতে নেন তিনি৷ এদিন  ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েই চিৎকার করে ওঠেন নীরজ। প্রতিপক্ষের পরিসংখ্যান দেখে তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে, তাঁকে টপকানোটা কঠিন হবে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে শেষ করেন পাকিস্থানের আর্শাদ নাদিম। তিনি ৮৭.৮২ মিটার দুরুত্বে জ্যাভলিন ছোঁড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =