হাতিয়ার NRC, ফের অসম অভিযান তৃণমূলের

কলকাতা: এনআরসি ইস্যুতে ফের অসমে তৃণমূলের প্রতিনিধিদল৷ এর আগেও এনআরসি প্রতিবাদ জানিয়ে অসম গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল৷ কিন্তু, বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়৷ কিন্তু এবার আগাম কোনও ঘোষণা ছাড়াই তৃণমূলের সংসদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন অসমে৷ তৃণমূল সূত্রে খবর, অসমে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তাঁরা৷ খতিয়ে দেখবেন গোটা পরিস্থিতি৷ এনআরসির তালিকায় নাম না ওঠা ব্যক্তিদের

হাতিয়ার NRC, ফের অসম অভিযান তৃণমূলের

কলকাতা: এনআরসি ইস্যুতে ফের অসমে তৃণমূলের প্রতিনিধিদল৷ এর আগেও এনআরসি প্রতিবাদ জানিয়ে অসম গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল৷ কিন্তু, বিমানবন্দরে তাঁদের আটকে দেওয়া হয়৷ কিন্তু এবার আগাম কোনও ঘোষণা ছাড়াই তৃণমূলের সংসদের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন অসমে৷

তৃণমূল সূত্রে খবর, অসমে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তাঁরা৷ খতিয়ে দেখবেন গোটা পরিস্থিতি৷ এনআরসির তালিকায় নাম না ওঠা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারেন তৃণমূলের প্রতিনিধিদল৷ জানা গিয়েছে, এনআরসিকে হাতিয়ার করে টিএমসি প্রতিনিধিদল ইতিমধ্যেই অসমে পৌঁছে গিয়েছেন৷ তৃণমূল সংসদের প্রতিনিধিদলে রয়েছেন দীনেশ ত্রিবেদী সুখেন্দুশেখর রায়৷

সোমবার তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক থেকে এনআরসি নিয়ে কেন্দ্রকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাফ জানিয়ে দেন, বাংলায় এনআরসি তিনি করতে দেবেন না৷ এনআরসি কোনও দিনও বাংলায় হবে না বলেও তিনি জানিয়ে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *