NRC রুখতে বিদ্যাসাগরের নামে শপথ নিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বাংলায় এনআরসি রুখতে বিদ্যাসাগরের নামে শপথ নিয়ে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী উদযাপনে এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ ঘোষণা, ‘‘কাউকে বাংলা থেকে তাড়াতে দেব না৷ বিদ্যাসাগরের পূর্ণভূমি থেকে একথা বলে গেলামা৷’’ মু্খ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই৷ মনে রাখবেন, বাংলার মানুষ যারা, এদেশের মানুষ৷ বাংলার কোন মানুষকে এই রাজ্য থেকে কেউ

NRC রুখতে বিদ্যাসাগরের নামে শপথ নিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বাংলায় এনআরসি রুখতে বিদ্যাসাগরের নামে শপথ নিয়ে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী উদযাপনে এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ ঘোষণা, ‘‘কাউকে বাংলা থেকে তাড়াতে দেব না৷ বিদ্যাসাগরের পূর্ণভূমি থেকে একথা বলে গেলামা৷’’

মু্খ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই৷ মনে রাখবেন, বাংলার মানুষ যারা, এদেশের মানুষ৷ বাংলার কোন মানুষকে এই রাজ্য থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না৷ আমার কাছে আজ আপনারা শুনে রাখুন, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কোনও এনআরসি বাংলায় হবে না৷ সব মানুষ বাংলায় থাকবেন৷ সুস্থ থাকুন৷ সুন্দর থাকুন৷ অনেক কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে৷ ভুলে গিয়েছেন৷ আপনারা কি স্বাধীন মানুষকে পরাধীন করে দেবেন? কক্ষনও হবে না৷ এটা কখনো হতেই পারে না৷ ওটা সমস্তটাই অপপ্রচার৷ ওটা চক্রান্ত৷ ওটা কুৎসা৷ বিশ্বাস করবেন না৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিশ্বাস করবেন শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে৷ বিশ্বাস করবেন নেতাজীকে৷ বিশ্বাস করবে নেতাজীকে৷ রবীন্দ্রনাথকে৷ স্বামী বিবেকানন্দকে৷ সভ্যতার জাগরণকে বিশ্বাস করুন৷ বাংলায় কোনও এনআরসি হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *