রাজ্যপালের বৈঠকে ‘নেই’ সরকার, তৃণমূল! কড়া বার্তা ধনকরের

কলকাতা: একদিনের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এই প্রথম উত্তরবঙ্গে মাটিতে পা রাখেন তিনি৷ পাহাড়ের প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রাজভবনের তরফে প্রশাসনিক বৈঠক ডাকা হলেও গড়হাজির তৃণমূল৷ বৈঠক এড়াল প্রশাসন৷ অগত্যা বিরোধী শিবিরের নেতাদের নিয়ে বৈঠক করতে কার্যত বাধ্য হলেন রাজ্যপাল৷ বৈঠকে প্রশাসন ও শাসকদের

রাজ্যপালের বৈঠকে ‘নেই’ সরকার, তৃণমূল! কড়া বার্তা ধনকরের

কলকাতা: একদিনের উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এই প্রথম উত্তরবঙ্গে মাটিতে পা রাখেন তিনি৷ পাহাড়ের প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রাজভবনের তরফে প্রশাসনিক বৈঠক ডাকা হলেও গড়হাজির তৃণমূল৷ বৈঠক এড়াল প্রশাসন৷ অগত্যা বিরোধী শিবিরের নেতাদের নিয়ে বৈঠক করতে কার্যত বাধ্য হলেন রাজ্যপাল৷ বৈঠকে প্রশাসন ও শাসকদের কর্তাদের গড়হাজিরা নিয়ে উষ্মা প্রকাশ রাজ্যপালের৷ আগামী দিনে জেলায় জেলায় এই বৈঠক হবে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন রাজ্যপাল৷

এদিন বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানান, আজ শিলিগুড়ি বৈঠকে অনুপস্থিত শাসক দলের প্রতিনিধিরা৷ বৈঠকে ছিলেন ছিলেন না গৌতম দেব৷ পুলিশের শীর্ষ কর্তারাও ছিলেন না৷ ফলে, বিরোধী দলের নেতারা দিয়ে বৈঠক করতে হয়৷ তৃণমূলে কোনও প্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত না হওয়ায় কিছু হলেও ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল৷

রাজ্যপাল বলেন, ‘‘আমি কোনও রুদ্ধদ্বার বৈঠক করিনি৷ আশা করেছিলাম প্রশাসনিক বৈঠকে সবাই থাকবেন৷ কিন্তু, তা না হওয়ায় বিরূপ মনোভাব আমার হয়নি৷ আমার শিলিগুড়িতে বৈঠকেও তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না৷ ছিলেন না জেলাশাসক৷ আমি আশা করেছিলাম, প্রশাসনের কর্তারা উপস্থিত থাকবেন৷ হয়তো পরের বৈঠকে তাঁরা আসবেন৷ হয়তো সবার সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যাবে৷ আমি অতিসক্রিয় নয়৷ সক্রিয়৷ দার্জিলিং নিয়ে বিভিন্ন আবেদন খতিয়ে দেখা হবে৷ রাজভবনে যেকোন দল আসতে পারেন৷ আমি রং দেখে বিচার করি না৷ কীভাবে কাজ করব সেটা আমার সিদ্ধান্ত৷’’

আমন্ত্রণ ছিল না৷ ফলে তিনি রাজ্যপালের প্রশাসনিক বৈঠক সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + four =