কোথায় আছেন রাজীব? ডিজিকে চিঠি পাঠিয়ে তথ্য তলব সিবিআইয়ের

কলকাতা: কোথায় আছেন রাজীব কুমার? এই প্রশ্নের উত্তর জানতে ফের রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই এর আগেও দু’বার রাজীবের খোঁজে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠায়েছিল৷ কিন্তু, তারপর বেশ কিছুদিন হয়ে গেলেও এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না গোয়েন্দা প্রধান রাজীব কুমারের৷ ফলে এবার রাজীব কুমারর অবস্থান জানতে চেয়ে ডিজিকে পাঠানো হল চিঠি৷

কোথায় আছেন রাজীব? ডিজিকে চিঠি পাঠিয়ে তথ্য তলব সিবিআইয়ের

কলকাতা: কোথায় আছেন রাজীব কুমার? এই প্রশ্নের উত্তর জানতে ফের রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই এর আগেও দু’বার রাজীবের খোঁজে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠায়েছিল৷ কিন্তু, তারপর বেশ কিছুদিন হয়ে গেলেও এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না গোয়েন্দা প্রধান রাজীব কুমারের৷ ফলে এবার রাজীব কুমারর অবস্থান জানতে চেয়ে ডিজিকে পাঠানো হল চিঠি৷

সিবিআই সূত্রের খবর, সিবিআইকে এখনও পর্যন্ত কোনও উত্তর পাঠানো হয়নি বলে খবর৷ ২৫ না কি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গোয়েন্দা প্রধানের ছুটির মেয়াদ শেষ হচ্ছে৷ সেই প্রশ্ন সিবিআইয়ের অন্দরে ঘুরপাক খাচ্ছে৷ এই বিষয়টিও জানতে চাওয়া হয়েছে বলে খবর সিবিআই সূত্রে খবর৷

রাজীব কুমারের ছুটির মেয়াদ বৃদ্ধি হয়েছে? নাকি ২৬ তারিখ তিনি নিজেই যোগাযোগ করেন? তা নিয়ে কোনও তথ্য সিবিআইকে দেয়নি হওয়া হয়নি বলে অভিযোগ৷ কিছুদিন আগেই রাজীব কুমারের আইনজীবী সিবিআইকে জানায়, তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন৷ কিন্তু কে তাঁকে ছুটি দিল, কীভাবে তিনি আবেদন করলেন? তা নিয়ে দ্বন্দ্বে গোয়েন্দারা৷ আর সেই বিষয়টি স্পষ্ট করতে ফের ডিজিকে চিঠি দিয়ে জানতে তথ্য চাওয়া হয়েছে৷

অন্যদিকে, প্রাক্তন নগরপাল রাজীব কুমারের আগাম জামিনের মামলার রুদ্ধদ্বার কক্ষে শুনানির পর আজ মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে৷ সিবিআই ও রাজীবের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর আজ বৃহস্পতিবার মামলা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 8 =