derby ticket
কলকাতা: ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি রবিবার। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা দেখা নিয়ে স্বাভাবিকভাবেই কলকাতা ময়দান উত্তেজিত। আর এই খেলায় যে টিকিট নিয়ে মাতামাতি থাকবে তাও স্পষ্ট। কিন্তু ডুরান্ড কমিটির বিরুদ্ধে টিকিট ইস্যুতে যাবতীয় ক্ষোভ উগড়ে দিচ্ছে লাল-হলুদ, সবুজ-মেরুন সমর্থকরা। কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
দুই সেমিফাইনাল শেষ হয়ে যাওয়ার পরই টিকিট নিয়ে ঘোষণা করে দিয়েছিল ডুরান্ড কর্তৃপক্ষ। কিন্তু সেই টিকিট ছাড়ার একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হয় সব টিকিট ‘সোল্ড আউট’। এতেই ক্ষোভ বেড়েছে সাধারণ সমর্থকদের মধ্যে। কী ভাবে এত তাড়াতাড়ি টিকিট শেষ হল, কত টিকিটই বা ছাড়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। যদিও ডুরান্ড কমিটি জানিয়েছে, গত বার যা টিকিট দেওয়া হয়েছিল, এ বার তার থেকে সামান্য বেশি টিকিট দেওয়া হয়েছে। অনুমান, দুই ক্লাবই বিক্রির জন্য মোটামুটি ২০ থেকে ২৫ হাজার টিকিট পেয়েছে। কিন্তু মানুষের ক্ষোভ তাতে মিটছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়েও তারা অনেকেই টিকিট পাননি। এই মুহূর্ত পর্যন্ত কলকাতা ময়দান চত্বর লোকে লোকারন্ন।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ১৬ বার করে ডুরান্ড কাপ জিতেছে। অর্থাৎ এবার দুই দলের যে এই ট্রফি ছোঁবে সে আরও এক রেকর্ড করবে। পাশাপাশি পড়শি ক্লাবের থেকেও যে সে এগিয়ে যাবে তা বলাই বাহুল্য। ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি হয়েছিল। মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জেতে ইস্টবেঙ্গল। সেটাই লাল-হলুদের শেষ ডুরান্ড জেতা। এরপর না তারা ফাইনালে উঠতে পেরেছে, না ট্রফি জিতেছে। অন্যদিকে মোহনবাগান শেষবার ডুরান্ড জিতেছে ১৯৯৯-২০০০ সালে। মাহিন্দ্রা ইউনাইটেডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর গোল্ডেন গোলে জেতে তারা।