বাড়ছে অস্বস্তি! মুকুল রায়ের আর্জি ফিরিয়ে কড়া পদক্ষেপ সিবিআইয়ের!

কলকাতা: সিবিআইয়ের তলব পেয়েও হাজিরা এড়ালেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল রায়৷ নারদকাণ্ডে আজ বিজেপি নেতাকে তলব করা হয়েছিল৷ কিন্তু, দলীয় কারণে ব্যস্ততা থাকার কারণ দেখিয়ে বেশ কিছু দিন সময় নেওয়ার বিষয়ে প্রতিনিধির মাধ্যমে সিবিআইকে জবাব মুকুলের৷ মুকুলের আর্জি ফিরিয়ে দ্বিতীয় নোটিস সিবিআইয়ের৷ আজ সিবিআই তলব করেছিল মুকুল রায়কে৷ আজ আসতে পারলেন না আগামীকাল

বাড়ছে অস্বস্তি! মুকুল রায়ের আর্জি ফিরিয়ে কড়া পদক্ষেপ সিবিআইয়ের!

কলকাতা: সিবিআইয়ের তলব পেয়েও হাজিরা এড়ালেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল রায়৷ নারদকাণ্ডে আজ বিজেপি নেতাকে তলব করা হয়েছিল৷ কিন্তু, দলীয় কারণে ব্যস্ততা থাকার কারণ দেখিয়ে বেশ কিছু দিন সময় নেওয়ার বিষয়ে প্রতিনিধির মাধ্যমে সিবিআইকে জবাব মুকুলের৷ মুকুলের আর্জি ফিরিয়ে দ্বিতীয় নোটিস সিবিআইয়ের৷ আজ সিবিআই তলব করেছিল মুকুল রায়কে৷ আজ আসতে পারলেন না আগামীকাল আসতে হবে বলে সাফ জানিয়েছে সিবিআই৷ নিজাম প্যালেসে তাঁকে শনিবার হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ এই বিষয়ে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷

নারদকাণ্ডে মির্জাকে গ্রেপ্তারের পর মুকুল রায়কে তলব করে সিবিআই৷ মির্জা-মুকুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের করতে পারে সিবিআই৷ সিবিআই সূত্রে খবর, আজ বিজেপি নেতা মুকুল রায়কে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়৷ কিন্তু, সেই হাজিরা এড়িয়ে যান তিনি৷ তবে, আজ হাজিরা এড়িয়ে গেলেও শনিবার ফের তাঁকে ডাকা হয়েছে৷ বিতর্কিত নারদ ফুটেজে মুকুল রায়ের নাম করে টাকা নিতে মির্জাকে দেখা গিয়েছে! এবার সেই ঘটনা খতিয়ে দেখতে মির্জার মুখোমুখি বসে মুকুল রায়কে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদ করতে চাই সিবিআইয়ের তদন্ত করে আধিকারিকরা৷

নারদকাণ্ডে মির্জার গ্রেপ্তারের পর সাংবাদিক বৈঠক করে মুকুল রায় দাবি করেন, এখনও পর্যন্ত তিনি কোনও টাকা নিয়েছেন তা প্রমাণিত নয়৷ নারদ ফুটেজে সেরকম কোনও টাকা নেওয়ার বিষয়ে তাঁকে দেখা যায়নি বলেও দাবি করেছেন মুকুল৷ তিনি কোনও টাকার লেনদেনে ছিলেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷ মুকুল রায়ের এই মন্তব্যের পরপর সিবিআইয়ের তরফে মুকুল রায়কে ডেকে পাঠানোর ঘটনায় শুরু হয়েছে নয়া জল্পনা৷

বৃহস্পতিবার নারদকাণ্ডে গ্রেপ্তার করা হয় আইপিএস অফিসার মির্জা৷ এর আগে ‘গুরু’ মুকুল রায়কে জেরার পর আইপিএস অফিসার মির্জাকে সাসপেন্ড করে নবান্ন৷ মির্জা বর্ধমানের পুলিশ সুপার পদে থাকাকালীন নারদকাণ্ডে মুকুলের হয়ে টাকা নেন বলে অভিযোগ! মির্জা মুকুল রায়কে ‘গুরু’ বলতেও শোনা যায়৷ যদিও পরে মুকুল রায় টাকা বিষয়টি অস্বীকার করেন৷ নারদ ফুটেজে মির্জাকে টাকা নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি বিতর্ক তৈরি হয়৷ অভিযোগ, মির্জা ব্যারাকপুর পুলিশে কমান্ড্যান্ট থাকার সময় তাঁর অত্যাচারে এক পুলিশকর্মী আত্মহত্যা করেন৷ পুলিশকর্মী পরিবার সরাসরি অভিযোগ তোলেন মির্জার বিরুদ্ধে৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মির্জাকে সাসপেন্ড করে দেওয়া হয়৷

অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল মির্জার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট তাঁকে বিশেষ পদক দিয়ে সম্মান জানানো হয়৷ ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণের সময় পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগে তাঁকে সরিয়ে দেয়া হয়৷ এরপর লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ পরে তাঁকে পুরানো পদে ফিরিয়ে দেওয়া হয় নবান্নের তরফে৷ নারদ ফুটেজে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি৷ তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের নাম করে নারদার থেকে ৫ লক্ষ টাকা নিতে দেখা যায় মির্জাকে! বিনিময় নারদকর্তা ম্যাথুকে তৎকালীন পুলিশ সুপার বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ এই নিয়ে শুরু হয় তদন্ত৷ এবার সিবিআইয়ের তদন্ত শুরু হওয়ার পরপর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *