কলকাতা: রাজীব কুমারের সন্ধানে তল্লাশি অভিযানের গতি কিছুটা শিথিল করতে চলেছে সিবিআই! রাজীব কুমারের সন্ধান না পেয়ে আগেই দিল্লি ফিরে গিয়েছে সিবিআইয়ের বিশেষ ১০ সদস্যের দল৷ এবার দেবীপক্ষের শুরুতে আরও কিছুটা শিথিলতা আনতে চলেছে সিবিআই৷
সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের খোঁজ আপাতত আর কোন তল্লাশি করা হবে না৷ আর যদিও বা তল্লাশি হয়, তাহলে সিবিআইয়ের কলকাতা জোনের আধিকারিকরা তা করবেন৷ প্রয়োজনে নেওয়া হবে সিআরপিএফের সাহায্য৷ সোমবার কলকাতা হাইকোর্টের রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই৷ সূত্রের খবর, তল্লাশি অভিযানে সিবিআইকে সহযোগিতার জন্য সিআরপিএফের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকররা৷ জানা গিয়েছে, আপাতত রাজীব কুমারের খোঁজে তথ্য অনুসন্ধান করবে সিবিআই৷
সাত দিনেও রাজীব কুমারের টিকিট ছুঁতে পারেনি সিবিআই৷ দফায় দফায় অভিযান করেও রাজীবের খোঁজ না পেয়ে গত বৃহস্পতিবার খালি হাতে ফিরে যাতে কার্যত বাধ্য হয় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল৷ জানা গিয়েছে, রাজীব কুমারকে ধরতে না পারায় ক্ষুব্দ সিবিআইয়ের সদর দপ্তরের আধিকারিকরা৷ সাত দিনের অভিযান ব্যর্থ হওয়ায় উত্তরপ্রদেশ ও দিল্লি থেকে উড়িয়ে আনা ১৪ জনের আধিকারিকদের বিশেষ দলের মধ্যে ১০ জনকে ফিরিয়ে নেওয়া হয়৷
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে যায় সিবিআই৷ সেখানে তাঁকে না পেয়ে ফিরে যান আধিকারিকরা৷ যদিও ২৫ তারিখ রাজীব কুমারের ছুটির মেয়াদ শেষ হচ্ছে, নাকি ৩০ তারিখ তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব৷ রাজীব কুমারের ছুটির মেয়াদ বৃদ্ধি হয়েছে? তা নিয়ে কোনও তথ্য সিবিআইকে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ কিছুদিন আগেই রাজীব কুমারের আইনজীবী সিবিআইকে জানায়, তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন৷ কিন্তু কে তাঁকে ছুটি দিল, কীভাবে তিনি আবেদন করলেন? তা নিয়ে দ্বন্দ্বে গোয়েন্দারা৷ আর সেই বিষয়টি স্পষ্ট করতে ইতিমধ্যেই ডিজিকে চিঠি দিয়ে জানতে তথ্য চাওয়া হয়েছে সিবিআইয়ের তরফে৷ তবে, হঠাৎ রাজীব খোঁজে অভিযান বন্ধ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷