কলকাতা: অবশেষে সিবিআই জেরা শেষে নিজাম প্যালেস ছাড়লেন বিজেপি নেতা মুকুল রায়৷ টানা আড়াই ঘণ্টা জেরার মুখোমুখি হত হয় তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো মুকুল রায়কে৷
সিবিআই সূত্রে খবর, আজ জেরা পর্বের শুরুতে মুকুল রায়কে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা৷ তারপর ধৃত আইপিএস মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জেরা করা হয়৷ এদিন জেরা পর্বে নারদের ফুটেজ দেখিয়ে দু’জনকের জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর৷
জেরায় নারদ ফুটেজে মির্জার ফোনে কথোপকথনের ভিত্তিতে দু’জনকে জেরা করে এক কোটি ৭০ লক্ষ টাকার হদিস জানতে চান সিবিআইয়ের আধিকারিকরা৷ সিবিআইয়ের প্রশ্নের জবাবে মুকুল রায় জানান, তাঁর কাছে নারদকর্তা ম্যাথু স্যামুয়েল এসেছিলেন ব্যবসা-বাণিজ্যের সহযোগিতা চাইতে৷ সেই সংক্রান্ত সহযোগিতার জন্যই তিনি আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু সেখানে কোনও টাকার লেনদেন হয়নি বলেও দাবি করেন তিনি৷
আজ মুকুল রায়ে যে বয়ান সিবিআইয়ে দিয়েছেন, সেই বয়ান খতিয়ে দেখা হবে বলে সেই সূত্রে খবর৷ পরবর্তীতে সময়ে ফের তাঁকে জেরা করা হতে পারে বলে খবর৷ সিবিআই জেরা শেষের মুকুল রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তকারী সংস্থাকে সহযোগিতা না করতে৷ কিন্তু আমি বলি, তদন্তকারী সংস্থা যতবার ডাকবে ততোবার আমি সহযোগিতা করব৷ আমিও বলছি, যতবার সিবিআই ডাকবে, আমি ততবার আসব৷ তদন্তে সহযোগিতা করব৷’’