ভুয়ো ঠিকায় অস্ত্র! অর্জুন পরিবারের বিরুদ্ধে মামলা পুলিশের

বারাকপুর: ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ৷ তাও আবার নাগাল্যান্ডে৷ নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় অস্ত্র রাখার দায়ে এবার অর্জুন সিংয়ের ছেলে ও দুই ভাইপোর বিরুদ্ধে মামলা দায়ের জগদ্দল থানার পুলিশের৷ যদিও পুলিশের দায়ের করা ওই মামলায় উল্লেখ নেই অর্জুন সিংয়ের নাম৷ পুলিশের এই মামলার পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমে অর্জুন সিং জানিয়েছেন, আসলে মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে পুলিশ এই ধরনের

ভুয়ো ঠিকায় অস্ত্র! অর্জুন পরিবারের বিরুদ্ধে মামলা পুলিশের

বারাকপুর: ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ৷ তাও আবার নাগাল্যান্ডে৷ নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানায় অস্ত্র রাখার দায়ে এবার অর্জুন সিংয়ের ছেলে ও দুই ভাইপোর বিরুদ্ধে মামলা দায়ের জগদ্দল থানার পুলিশের৷ যদিও পুলিশের দায়ের করা ওই মামলায় উল্লেখ নেই অর্জুন সিংয়ের নাম৷

পুলিশের এই মামলার পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমে অর্জুন সিং জানিয়েছেন, আসলে মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে পুলিশ এই ধরনের মামলা দায়ের করছে৷ কারণ আমার নাগাল্যান্ডের একটি বাড়ি আছে৷ সেখানে আমার ছেলে ও দুই ভাইপো নথিপত্র দাখিল করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে৷ নাগাল্যান্ডের সরকার সেই অস্ত্র দিয়েছে৷ আর এখানকার সরকার আমাদের পরিবারের নামে মামলা দায়ের করছে৷ আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছি৷

পুলিশের দাবি নাগাল্যান্ডের ভুয়ো ঠিকানা দেখিয়ে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স বাগিয়ে নিয়েছে অর্জুনের পরিবার৷ সম্প্রতি সেই অস্ত্রের লাইসেন্স রিনিউ করার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নজরে আসে পুলিশের৷ এরপর পুলিশের তরফে নাগাল্যান্ডে একটি টিম পাঠানো হয়৷ যে ঠিকানা উল্লেখ করে নাগাল্যান্ড সরকারের তরফে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়া হয়েছে, সেই ঠিকানায় গিয়ে পুলিশ জানতে পেরেছে সেখানে কেউ থাকেন না৷ ঠিকানাটি ভুয়ো৷ এরপরই পুলিশের তরফে পবন, সৌরভ ও সঞ্জীব সিংয়ের নামে আগ্নেয় অস্ত্র লাইসেন্সের ভুল ঠিকানা দেখানোর অভিযোগ দায়ের করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =