মুকুল রায়ের ঘুম উড়িয়ে বিস্ফোরক মির্জা, বাড়ছে আশঙ্কা

কলকাতা: আদালতে যাওয়ার পথে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নারদকাণ্ডে প্রথম গ্রেপ্তার হওয়া আইপিএস এসএমএইচ মির্জা৷ আজ সকালে সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সংবাদমাধ্যমকে আইপিএস মির্জা বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন৷ জানিয়েছেন, ‘‘ফুটেছে তাঁকে দেখা যায়নি মানে এটা প্রমাণিত নয় যে, তিনি টাকা নেননি৷ সিবিআই তদন্ত করছে৷ সিবিআইকে যা বলার আমি

মুকুল রায়ের ঘুম উড়িয়ে বিস্ফোরক মির্জা, বাড়ছে আশঙ্কা

কলকাতা: আদালতে যাওয়ার পথে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নারদকাণ্ডে প্রথম গ্রেপ্তার হওয়া আইপিএস এসএমএইচ মির্জা৷

আজ সকালে সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সংবাদমাধ্যমকে আইপিএস মির্জা বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন৷ জানিয়েছেন, ‘‘ফুটেছে তাঁকে দেখা যায়নি মানে এটা প্রমাণিত নয় যে, তিনি টাকা নেননি৷ সিবিআই তদন্ত করছে৷ সিবিআইকে যা বলার আমি বলেছি৷’’

যদিও এর আগে মুকুল রায় একাধিকবার দাবি করেছিলেন, তিনি নারদ কর্তা থেকে একটিও টাকা নেননি৷ নারদকর্তা ম্যাথু স্যামুয়েল তাঁর কাছে এসেছিলেন ব্যবসায়িক প্রয়োজনে৷ তিনি তাঁকে ব্যবসায়ীক সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু নারদ কর্তার থেকে তিনি একটিও টাকা নেননি৷ যা নারদকর্তা ভিডিও ফুটেজেও দেখাতে পারেননি৷

কিন্তু, গত বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি সদরদপ্তর থেকে প্রকাশ করা নারদ ফুটেজে শোনা গিয়েছে, মুকুলের মুখে মির্জার প্রসঙ্গ৷ এমনকী, মির্জার মুখেও মুকুল রায়ের কথা শোনা গিয়েছে৷ সেখানে ১ কোটি ৬০ লক্ষ টাকার হাতবদলের ইঙ্গিত পেয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ ফলে ওই টাকা কে, কাকে, কোথায়, কখন দিয়েছে তা নিয়ে ইতিমধ্যেই মির্জা ও মুকুল রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা৷
একই সঙ্গে মির্জাকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতেও ঘটনার পুনঃনির্মাণ করেছেন সিবিআই৷

গোটা পর্বটি ভিডিও রেকর্ডিং করা হয়৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মির্জার নয়া মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷
আজ আইপিএস মির্জার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে৷ আরও একদফায় মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আজ নগর দায়রা আদালতে আবেদন করতে পারে সিবিআই৷ শুরু হয়েছে সেই প্রক্রিয়া৷ আর কিছুক্ষণ পর রায় ঘোষণা করতে পারে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =