নয়াদিল্লি: তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতিতে মৌসম ভবন বৃহস্পতিবার দিল্লি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ওড়িশার জন্য কমলা সতর্কতা জারি করেছে।
এই প্রসঙ্গে মৌসম ভবনের বিজ্ঞানী আর কে জেনামনি জানান, বুধবার দেশের বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়ায় ছাড়িয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও ওড়িশায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেনামনি আশার আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, মে মাসের শুরুর দিকে দেশে পশ্চিমি ঝঞ্ঝার দেখা পাওয়া যেতে পারে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ মে থেকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ২-৪ মে পশ্চিম হিমালয়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী তিন চার দিন উত্তর-পশ্চিম ও মধ্যভারতে তাপপ্রবাহ চলবে। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, বুধবার দিল্লির তাপমাত্রা ছিল ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গরমের চোটে মানুষের প্রাণ ওষ্ঠাগত। দিল্লিতেও মৌসম ভবন হলুদ সতর্কতা জারি করেছে।