কলকাতা: গত বিধানসভা নির্বাচনে জোট করেও আশানুরূপ ফল মেলেনি৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে জোট না হওয়ায় খেসারত দিতে হয়েছে বাম-কংগ্রেস নেতৃত্বকে৷ এবার অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ২০২১ এর বাংলা ভোটের লক্ষ্যে জোটের বাঁধন আরও খানিকটা শক্ত করল বাম কংগ্রেস শিবির৷
আজ দুপুরে গান্ধীজীকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়৷ প্রদেশ কংগ্রেসের আমন্ত্রণ পেয়ে বাম নেতৃত্ব আজ হাজির হয়ে যান সেখানে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্যের পাশে বসে যৌথ সাংবাদিক বৈঠক করেন বিমান বসুরা৷
সেখান থেকেই আগামী দিনে বাংলার গণতন্ত্র বাঁচানোর ডাক দেন বিমান বসু৷ জানান, এই মুহূর্তে রাজ্য ও দেশে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে৷ আর এর থেকে বাঁচতে হলে চাই ঐক্যবদ্ধ আন্দোলন৷ তবে বিমান বসুর মুখে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেও আগামী বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট জোট করছে কি না, তা নিয়ে বিন্দুমাত্র মুখ খুলতে নারাজ বিমান বসু৷ কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা লুকিয়ে রেখে কংগ্রেসের পার্টি অফিসে বাম নেতৃত্বের হাজিরা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা৷ অনেকেই বলছেন, বাংলায় বিজেপি ও তৃণমূলকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনের ময়দান কাঁপানো পাবে বামফ্রন্ট৷ তাবে, জোটের ইঙ্গিত পাওয়া গেলেও ঘোষণা কিন্তু এখনও করেনি আলিমুদ্দিন৷