asian game
কলকাতা: এশিয়ান গেমসে ভারতের জয়জয়কার৷ সোনা এল ঘরে৷ রাইফেল শ্যুটিংয়ে দলগত বিভাগে বিশ্বরেকর্ড গড়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল।
১০ মিটার এয়ার রাইফেল বিভাগে স্বর্ণপদক পেল ভারত। এদিন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের মোট স্কোর হয় ১৮৯৩.৭ পয়েন্ট৷ যা বিশ্বরেকর্ড গড়েছে। আগে সেরা রেকর্ড ছিল চিনের দখলে। ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল সে দেশের শ্যুটাররা। এবার এশিয়ান গেমসে ১৮৯০.১ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থান জখল করে কোরিয়া৷ রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। ব্রোঞ্জ দিতেছে চিন। তাদের মোট স্কোর ১৮৮৮.২।
সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও এসেছে ভারতের ঝুলিতে। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস-এ জুটি ব্রোঞ্জ পদক পেয়েছে। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন। এই বিভাগে সোনা জিতেছে উজবেকিস্তান। তাদের সময় ছিল ৬:০৪:৯৬। দ্বিতীয় স্থান দখল করে রুপো জিতেছে চিন। তাদের সময় ৬:১০:০৪। এদিন আরও পদক এসেছে৷ ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিং, পারমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং।
এই নিয়ে মোট আটটি পদক চলে এল ভারতের ঝুলিতে। একটি সোনা এবং তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। এখনও পর্যন্ত পদক তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। শীর্ষে রয়েছে চিন। তাদের দখলে রয়েছে ২৫টি সোনা, ১১টি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ। এর পর যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান ও হংকং।