মোটা টাকার বিনিময়ে আগাম জামিন পেলেন রাজীব কুমার

কলকাতা: মোটা টাকার বিনিময়ে আগাম জামিন পেলেন রাজীব কুমার৷ আজ সকালে কলকাতা হাইকোর্টের তরফে রাজীবের আগাম জামিন মঞ্জুর করা হয়৷ আর তার জেরে আপাতত বড়সড় স্বস্তি পেলেন রাজীব কুমার৷ শর্তসাপেক্ষে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন মঞ্জুর করেছে আদালত৷ রাজীব কুমারের আগাম জামিন মামলার বিরোধিতা করে দু-একদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি

মোটা টাকার বিনিময়ে আগাম জামিন পেলেন রাজীব কুমার

কলকাতা: মোটা টাকার বিনিময়ে আগাম জামিন পেলেন রাজীব কুমার৷ আজ সকালে কলকাতা হাইকোর্টের তরফে রাজীবের আগাম জামিন মঞ্জুর করা হয়৷ আর তার জেরে আপাতত বড়সড় স্বস্তি পেলেন রাজীব কুমার৷ শর্তসাপেক্ষে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন মঞ্জুর করেছে আদালত৷ রাজীব কুমারের আগাম জামিন মামলার বিরোধিতা করে দু-একদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি শুরু করেছে সিবিআই৷

গত তিনদিন ধরে রুদ্ধদ্বার এজলাসে এ মামলার শুনানি হয়৷ আজ ছিল মামলার রায় ঘোষণা৷ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের তরফে ৫০ হাজার টাকার বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয় আদালতের তরফে৷ একই সঙ্গে রাজীবকে তলব করতে গেলে সিবিআইকে ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে বলেও জারি হয়েছে নির্দেশ৷

এদিন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের করার কোন প্রয়োজনীয়তা নেই৷ ফলে সিবিআই আপাতত তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না৷ তবে জিজ্ঞাসাবাদের জন্য রাজীব কুমারকে ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে৷ আর এই নোটিশের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারকে তদন্তে পূর্ণ সহযোগীতা করতে হবে বলেও আজ ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে৷

সিবিআই সূত্রের খবর, এই মামলার পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রাজীব কুমারের আগাম জামিন মামলার বিরোধিতা করে দু-একদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি শুরু করেছে সিবিআই৷ ফলে, গোটা বিষয়টি এখন ফের মামলার গেরোয় পড়তে চলেছে৷ মামলার রায় ঘোষণা হতেই সিবিআইয়ের দপ্তরে শুরু হয়েছে জরুরি বৈঠক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =