নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হয়েছে আজ। সেখানেই উপস্থিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই ভাষণের মাধ্যমে তিনি সকল মুখ্যমন্ত্রীদের আরও সংবেদনশীল হওয়ার বার্তা দিলেন। একই সঙ্গে অপ্রাসঙ্গিক আইন বাতিল পক্ষে সওয়াল করলেন নমো।
আরও পড়ুন: ছেলের জামিনের আর্জি ছিল মায়ের, অর্ধনগ্ন অফিসার তাঁকে দিয়ে গা টেপালেন
দিল্লির বিজ্ঞান ভবনে এদিনের এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর আগেও এই ধরণের সেমিনার হয়েছে এবং তা থেকে দেশ অনেক নতুন কিছু পেয়েছে। আজ এমন একটা সময় এই সেমিনার হচ্ছে যেখান থেকেও দেশবাসী অনেক কিছু পাওয়ার আশায়। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তাঁর বার্তা, সব মুখ্যমন্ত্রীদের সংবেদনশীল হতে হবে, অপ্রাসঙ্গিক আইন বাতিল ভাবনা নিতে হবে। নমো জানান, কেন্দ্র ইতিমধ্যেই প্রায় দেড় হাজার আইন বাতিল করেছে, কিন্তু রাজ্যগুলি মোটে ৭৫ টি আইন বাতিল করেছে। সাধারণ মানুষকে আইনের জাল থেকে বের করে আনতে গেলে এমন কিছু আইন বাতিল করতে হবে যা অপ্রাসঙ্গিক, এমনই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর পাশাপাশি মোদী আরও বলেন, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে তখন আমরা কেমন আইন দেখতে চাই তা এখন থেকেই ভাবতে হবে। কী ভাবে বিচার ব্যবস্থাকে আরও সক্ষম করে তুলতে হবে সেইসব নিয়েই এখন ভাবা শুরু করতে হবে।
আজকের এই সেমিনারে ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ছাড়াও ছিলেন কেন্দ্র শাসিত অঞ্চল এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগ আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হরিয়ানার মনোহর লাল খট্টর, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সহ আরও অনেকে।