নয়াদিল্লি: কোহলি ভক্তদের জন্য বিরাট খবর৷ নতুন অতিথি আসছে কোহলি পরিবারে৷ মেয়ে ভামিকার বয়স মাত্র দুই৷ এখনও সে ভাবে মেয়েকে সামনে আনেননি বিরাট-অনুষ্কা৷ এর মাঝেই মিলল নতুন খবর৷ ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিনি তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা।
গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে কিছুটা আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও আর দেখা যাচ্ছে না তাঁকে। ‘হিন্দুস্তান টাইম্স’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। তাঁদের দেখেই ছুটে আসেন পাপারাৎজিরা৷ বিরাট নিজে সেই সময় ফটোওয়ালাদের ছবি না ছাপার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি এও জানান, খুব তাড়াতাড়ি এ বিষয়ে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এর পর থেকেই শুরু হয় গুঞ্জন৷
সূত্রের খবর, আগের বারের মতো এবারও খুশির খবর ঘোষণা করবেন কোহলি দম্পতি। তবে হয়তো একটু শেষের দিকে। যেমনটা তারা আগের বার করেছিলেন৷ সেই কারণেই গোপনীয়তা রাখতে চাইছেন এই তারকা দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে অনুষ্কাকে শাড়ি ও ঢিলেঢালা চুড়িদারে দেখা গিয়েছিল৷ ক্যামেরার চোখ থেকে বেবিবাম্প আড়াল করতেই হয়তো এমন পোশাক বেছে নিয়েছিলেন অভিনেত্রী৷
২০১৭ সালে ইতালিতে ডেস্টিনেশন বিয়ে সারেন ‘বীরুষ্কা’৷ ২০২১ সালে তাঁদের জীবনে আসে কন্যা ভামিকা। বেশ সুখেই ঘর সংসার তাঁদের। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ রাখঢাক রেখেই চলেন এই যুগল। সেই কারণেই তাঁরা কন্যা ভামিকার ছবি প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছেন। পাপারাৎজিকেও মেয়ের থেকে দূরেই রাখেন কোহলি দম্পতি৷