neeraj chopra
নয়াদিল্লি: চলতি এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জিতল ভারত, নেপথ্যে সেই সোনার ছেলে নীরজ চোপড়া। তবে তাঁর পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করেছেন কিশোর জেনা। তিনি রুপো জিতেছেন একই ইভেন্টে। বুধবার ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনা জিতেছেন নীরজ, আর কিশোর ছোড়েন ৮৭.৫৪ মিটার। ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না।
এই ইভেন্টে বলা যায় দুই ভারতীয়র মধ্যে সোনা জেতার লড়াই চলছিল। একে অপরকে তারা বারবার ছাপিয়ে যাচ্ছিলেন। তবে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যেই সব হচ্ছিল। কেউ কাউকে টপকে গেলে অন্যজন এসে অভিবাদন জানাচ্ছিলেন। একটা সময়ে মনে হয়েছিল নীরজ নন, এবার সোনা জিতবেন কিশোর। কিন্তু অবশেষে অলিম্পিক্স, বিশ্বজয়ের পর আবার এশিয়াডে সোনা এল নীরজের হাত ধরেই। এদিন আবার নীরজের প্রথম প্রয়াস ঘিরে বেশ ঝামেলা হয়। প্রযুক্তিগত কারণে সেই প্রয়াসের পরিমাপই করা যায়নি। ফলে নীরজকে আবার ছুড়তে হয়। নিজের চতুর্থ রাউন্ডে সেরা থ্রো করেন তিনি।
প্রথম প্রয়াসে নীরজ চোপড়া ৮২.৩৮ মিটার ছোড়েন। কিশোর ছোড়েন ৮২.১৬ মিটার। দ্বিতীয় রাউন্ডে নীরজ ছুড়েছিলেন ৮৪.৪৯ মিটার। কিশোরের দূরত্ব ছিল ৭৯.৭৬ মিটার। নীরজের তৃতীয় রাউন্ড ফাউল হয়। ওই রাউন্ডেই নীরজকে টপকে যান কিশোর। তিনি ছোড়েন ৮৬.৭৭ মিটার। সেটা দেখেই নীরজ ছুটে আসেন কিশোরের দিকে। জড়িয়ে ধরেন সতীর্থ খেলোয়াড়কে। চতুর্থ প্রয়াসে বাজিমাত করে ‘কামব্যাক’ করেন নীরজ।