সর্বকালীন রেকর্ড! এশিয়ান গেমসে ১০০ পদক ভারতের, টুইট প্রধানমন্ত্রীর

সর্বকালীন রেকর্ড! এশিয়ান গেমসে ১০০ পদক ভারতের, টুইট প্রধানমন্ত্রীর

india

নয়াদিল্লি: চলতি বছর এশিয়ান গেমস শুরু হওয়ার সময় থেকেই স্বপ্ন ছিল, স্লোগান ছিল, ‘ইস বার ১০০ পার’। সেই স্বপ্ন পূরণ হয়েছে দেশবাসীর। কারণ সত্যিই এবারের এশিয়ান গেমসে ১০০ পদক পার করে ফেলেছে ভারত। এর আগে কোনও দিন ১০০ পদক ছোঁয়া তো দূর, তার ধারেকাছেও যেতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। তাই নিঃসন্দেহে এটি সর্বকালীন রেকর্ড। শুধু ১০০ পদক নয়, সোনা জেতাতেও রেকর্ড করেছে ভারত। 

গত বছর এশিয়াডের ইতিহাসে সবচেয়ে বেশি সোনা এবং পদক পেয়েছিল ভারত। ১৬টি সোনা ছিল, মোট পদক ছিল ৭০। চার বছরের ব্যবধানে পদকের সেঞ্চুরি করে ফেলল দেশ। এশিয়ান গেমস শুরু হওয়ার সময় থেকেই দেশের খেলোধুলা নিয়ে সর্বোচ্চ প্রচারের শুরুটা হয়েছিল। মীরাবাই চানু, জাহির খানের মতো খেলোয়াড়রা তো বটেই, এই প্রচারে এগিয়ে এসেছিলেন সিনেমার অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী, মাধুরী দীক্ষিতের মতো তারকারা, একাধিক রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর কর্তারাও। যার লক্ষ্যে এত ঘটা করে প্রচার হয়েছে, তা যে আজ সফল তা বলাই বাহুল্য। এই ইস্যুতে ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, এটি বিরাট সাফল্য। 

শনিবার সকাল থেকেই একের পর এক পদক আসছিল ভারতের কাছে। তিরন্দাজিতেই চারটি পদক জিতে নিয়েছিল তারা। কবাডিতে মেয়েদের দল জিততেই এ বারের এশিয়ান গেমসে ১০০টি পদক হয়ে গেল দেশের। আজই ভারতের ছেলেদের কবাডি দলের ফাইনালও আছে। সেই সঙ্গে ক্রিকেটেও ছেলেরা ফাইনালে উঠেছে। ফলে আরও কিছু পদক যে ভারত পাবে তা বলাই যায়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =