কলকাতা: তথাগত রায়ের মতো আরও এক বাঙ্গালি নেতা বসতে চলেছে রাজ্যপাল পদে৷ চেয়ে পাঠানো হয়েছে নাম৷ দিল্লি নেতৃত্বের কাছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষের নাম সুপারিশ করা হয়েছে খবর৷ খবর যে সত্যি, তা স্বীকার করে নিয়েছেন অসীমবাবু নিজেও৷
ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যপাল হন তথাগত রায়৷ বর্তমানে তিনি মেঘালয় রাজ্যপাল৷ ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি পদে ছিলেন তথাগত রায়৷ এবার আরও এক বঙ্গসন্তানকে রাজ্যপাল করতে চলেছে কেন্দ্র সরকার৷ তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষের অনুমতি নেওয়া হয়েছে৷
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পর দীর্ঘ ৩৮ বছর উত্তর কলকাতার মনীন্দ্র কলেজে অধ্যাপনা করেছেন অসীম ঘোষ৷ ১৯৯১ সালে যোগ দেন বিজেপিতে৷ ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি৷ ছিলেন মন্ত্রী তপন সিকদারের বিশেষ ঘনিষ্ঠ৷ ২০১৩ সালে হাওড়ার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন অসীমবাবু৷ ২০০৬ সাল পর্যন্ত তিনি বিজেপির রাজ্য সমিতির সদস্য ছিলেন৷ ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষক দায়িত্বে রয়েছেন তিনি৷