কলকাতা: মাঝে মাত্র একটা দিন। তারপর ৪ মে অর্থাৎ বুধবারই বাজারে আসতে চলেছে ভারতের সর্ববৃহৎ আইপিও তথা জীবন বীমা কর্পোরেশনের শেয়ার। গত সপ্তাহেই জানা গেছে আগামী ৪ মে বুধবার বাজারে ছাড়া হবে LIC-এর আইপিও। ৯ মে সোমবার পর্যন্ত কেনা যাবে এই সংস্থার শেয়ার। এই আইপিওর ক্ষেত্রে এলআইসির কর্মীরা এবং পলিসি হোল্ডাররা বিশেষ ছাড় পাবেন বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। জানা যাচ্ছে, এই সংস্থার খুচরা কর্মচারী যারা তাঁরা .৪৫ টাকা ছাড় পাবেন, অন্যদিকে পলিসি হোল্ডাররা ছাড় পাবেন ৬০ টাকা। তবে সব পলিসিহোল্ডাররা কিন্তু এলআইসি শেয়ার কিনতে পারবেন না। সেক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। আসুন জেনে নেওয়া যাক, কে বা কারা LIC-এর শেয়ার কিনতে পারবেন, আর কাদের হাতছাড়া হচ্ছে এই সুযোগ।
১) জানা যাচ্ছে, যাদের যাদের যৌথ ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তাঁদের মধ্যে যে কোনও একজনই আগামী দিনে এই এলআইসির শেয়ার কেনার সুযোগ পাবেন। ডিম্যাট অ্যাকাউন্ট বলতে বোঝায় সেই সমস্ত অ্যাকাউন্টকে যেখানে যে কোনও দুজন ব্যক্তির যৌথভাবে অ্যাকাউন্ট থাকে। এক্ষেত্রে একজনের নাম থাকে প্রাথমিক সুবিধাভোগী হিসেবে এবং অপরজন থাকেন নমিনি হিসেবে। এই ডিম্যাট অ্যাকাউন্ট যাদের রয়েছে তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম বা প্রাথমিক সুবিধাভোগীর নাম যার রয়েছে সেই এই সুবিধাটি পেতে পারবেন।
২) অন্যদিকে যদি প্রাথমিক পলিসিধারী মারা গিয়ে থাকেন এবং এই মুহূর্তে বার্ষিকীর সুবিধাটি পাচ্ছেন মৃতের নমিনি অর্থাৎ তাঁর স্বামী কিংবা স্ত্রী, সেক্ষেত্রে তাঁরাও শেয়ারের জন্য আবেদন করতে পারবেন না।
৩) যার নামে পলিসি রয়েছে একমাত্র তিনিই পারবেন শেয়ারের জন্য আবেদন করতে। তাঁর পরিবর্তে তাঁর স্ত্রী, ছেলে কিংবা মেয়ে এই আবেদন করতে পারবেন না।
৪) সেইসঙ্গে পলিসি হোল্ডারের রিজার্ভেশন অংশের অধীনে যে সমস্ত এনআরআই রয়েছেন অর্থাৎ যারা এই মুহূর্তে বিদেশে বসবাস করছেন তাঁরাও এই আইপিওর জন্য আবেদন করার যোগ্য নয়। আপনি যদি এই অফারের সময়কালে ভারতে থাকেন তবেই আপনি শেয়ারের জন্য নিজের নাম তালিকাভুক্ত করতে পারবেন।
৫) যারা গ্রুপ পলিসির অধীনে রয়েছেন সেই সমস্ত পলিসি হোল্ডারেরও হাতছাড়া হচ্ছে এই সুযোগ। তাঁরাও আগামী শেয়ারের জন্য নিজেদের নাম মনোনীত করতে পারবেন না।