কলকাতা: বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি কেলেঙ্কারি মামলায় এবার নবান্নে গিয়ে নোটিশ পৌঁছে দিল সিবিআই৷ অর্থ দপ্তরের ওএসডিকে সিবিআইয়ের নোটিশ৷ আগামী ১৮ তারিখ অর্থ দপ্তরের ওএসডিকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, আজ দুপুরে নবান্নে গিয়ে নোটিশ পৌঁছে দিয়ে আসেন সিবিআই তদন্ত করে আধিকারিকদের এক প্রতিনিধিদল৷ ওএসডিকে তলব করার পাশাপাশি রোজভ্যালি তদন্তের সমস্ত নথি-পত্র চেয়ে পাঠানো হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, আগামী ১৮ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরা হওয়ার কথা বলা হয়েছে৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালি তদন্তে প্রয়োজনীয় নথি চেয়ে চিঠি পাঠানো হয়েছে৷ রাজ্যের মুখ্যসচিবকে ও অর্থ দপ্তরে তা পাঠানো হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, রোজভ্যালির জমি-জমা সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছে৷ তবে, সিবিআইয়ের চিঠি প্রসঙ্গে রাজ্য প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
অভিযোগ, বিশেষ তদন্তকারী দল সিট গঠন হওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজভ্যালির বিরুদ্ধে হওয়া মামলা সম্পর্কে কোনও তথ্য সিবিআইকে দেওয়া হয়নি৷ সেই কারণে সিবিআইকে ওড়িশার একটি আদালতে মামলা শুরু করতে হয়৷ সিবিআইয়ের আধিকারিকের একাংশের দাবি, রোজভ্যালির তদন্তের তথ্য গোপন করেছেন৷ সিবিআইকে তথ্য দিয়ে অসহযোগিতা করা হয়েছে বলেও অভিযোগ৷ তার যথেষ্ট প্রমাণ রয়েছে সিবিআইয়ের হাতে৷ সেই কারণেই এর আগে রাজীব কুমারকে সিবিআই দু’বার বয়ান রেকর্ড করার জন্য ডেকে পাঠানো হয়৷ অথচ সারদা মামলা মামলার মতো তিনি নোটিশ পেয়ে হাজিরা এড়ান বলে সূত্রে খবর৷