৫ মিনিটে ৩ খুন! পুলিশের গল্প খাবে না মানুষ, বললেন দিলীপ

কলকাতা: ভালো গল্প তৈরি করেছে পুলিশ৷ পুলিশের এই গল্পের স্ক্রিপ্ট তৈরি করতে সাতদিন সময় লেগে গেল? জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর মন্তব্য, ‘‘পুলিশ এই দাবি বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে৷ ভালো গল্প তৈরি করেছে পুলিশ৷ সাত দিন ধরে পুলিশের স্ক্রিপ্ট তৈরি করেছে৷ তবে মানুষ এই গল্প আর খাবে

৫ মিনিটে ৩ খুন! পুলিশের গল্প খাবে না মানুষ, বললেন দিলীপ

কলকাতা: ভালো গল্প তৈরি করেছে পুলিশ৷ পুলিশের এই গল্পের স্ক্রিপ্ট তৈরি করতে সাতদিন সময় লেগে গেল? জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর মন্তব্য, ‘‘পুলিশ এই দাবি বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে৷ ভালো গল্প তৈরি করেছে পুলিশ৷ সাত দিন ধরে পুলিশের স্ক্রিপ্ট তৈরি করেছে৷ তবে মানুষ এই গল্প আর খাবে না৷’’

পেশায় রাজমিস্ত্রি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জিয়াগঞ্জে শিক্ষক হত্যাকাণ্ডের কিনারা করার দাবিও জানিয়েছে পুলিশ৷ কিন্তু, পুলিশের দাবি খারিজ করে সিবিআই তদন্তের দাবি তুলেছেন দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, আমি প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে আসছি৷ রাজনৈতিক বা সাম্প্রদায়িক, সেটা আমরা বলছি না৷ আমরা বলছি, পরিবারের তিন সদস্যকে খুন হল কোন? এর সঠিক তদন্ত হওয়া জরুরি৷ সঠিক তদন্ত হলে খুনের পেছনে আসল কারণ জানা যাবে৷

অন্যদিকে প্রতারণার অভিযোগে শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ দশমীর দুপুরে জিয়াগঞ্জে নিজেদের বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলে-সহ খুন হয়েছিলেন শিক্ষক বন্ধুপ্রকাশ পাল৷ এক সপ্তাহ পর নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করা গিয়েছে বলে দাবি জানিয়েছে পুলিশ৷ পুলিশের দাবি, মূল অভিযুক্তকে ধরিয়ে দিয়েছে রক্তমাখা বীমার কাগজ৷

মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, মূল অভিযুক্ত হিসেবে পেশায় রাজমিস্ত্রি উৎপল বেহেরা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বছর কুড়ির ওই তরুণ সাগরদিঘী গ্রামের বাসিন্দা৷ পুলিশের দাবি, পেশায় রাজমিস্ত্রি উৎপল আক্রোশ ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করেছে৷ ৪৫ হাজার টাকার বীমা করানোর নামে শিক্ষক তাঁকে প্রতারণা করেন বলেও অভিযোগ৷ আর এর জেরে ওই যুবক সপরিবারে শিক্ষককে খুন করেছে বলে দাবি জানিয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =