পানশালায় উদ্দাম নৃত্যে নিষেধাজ্ঞা, নয়া গাইডলাইন লালবাজারের

কলকাতা: শহর কলকাতায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা একাধিক বার ডান্স৷ এবার বার ডান্সের রমরমা রুখতে এবার গাইডলাইন তৈরি করল লালবাজার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই গাইডলাইন তৈরি করা হয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই সেই গাইডলাইন সমস্ত থানার ওসিদের হাতে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইডলাইন মেনে না চললে সংস্থার বিরুদ্ধে

পানশালায় উদ্দাম নৃত্যে নিষেধাজ্ঞা, নয়া গাইডলাইন লালবাজারের

কলকাতা: শহর কলকাতায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা একাধিক বার ডান্স৷ এবার বার ডান্সের রমরমা রুখতে এবার গাইডলাইন তৈরি করল লালবাজার৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই গাইডলাইন তৈরি করা হয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই সেই গাইডলাইন সমস্ত থানার ওসিদের হাতে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইডলাইন মেনে না চললে সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে৷

কী রয়েছে কলকাতা পুলিশের গাইডলাইনে? লালবাজার সূত্রের খবর, কোন অবস্থাতেই বারের সিঙ্গারা নাচতে পারবেন না৷ বারে সিঙ্গারা উত্তেজিত উত্তেজক পোশাক পড়া অথবা শ্রোতাদের প্ররোচনামূলক অঙ্গভঙ্গি তাঁরা করতে পারবেন না৷ একইসঙ্গে বার ডান্সারদের গান পরিবেশনের জন্য তিন ফুটের উচ্চতার একটি মঞ্চ তৈরি করতে হবে৷ যেখানে রাখতে হবে সুরক্ষা বলয়৷ একসঙ্গে মঞ্চে চার জনের বেশি সিঙ্গার উঠতে পারবেন না৷ সিঙ্গারদের নাচের পর বলিউড সিনেমার কায়দায় আসল বা নকল টাকা ওড়ানো যাবে না৷ বারে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা৷ নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ৷ সিঙ্গারদের নাচে-গানে খুশি হয়ে যদি কেউ অর্থ সাহায্য করতে চান তাহলে ম্যানেজারের কাছে তা জমা দিতে হবে৷ সরাসরি সিঙ্গারদের হাতে বা পোশাকের মধ্যে সেই টাকা গুঁজে দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

পানশালায় উদ্দাম নৃত্যে নিষেধাজ্ঞা, নয়া গাইডলাইন লালবাজারের

কিন্তু হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা? জানা গিয়েছে কলকাতা শহরে গজিয়ে ওঠা একাধিক বারে অবৈধ কাজকর্ম চলছে৷ সোর্স মারফত খবর পেয়ে এই বিষয়ে নাইট ক্লাব, বার, ডিক্সে নজর বাড়িয়েছে পুলিশ৷ আর সেই কারণে এই নির্দেশ বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =