sourav ganguly
আমদাবাদ: আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে দাদার উজ্জ্বল উপস্থিতি। চলতি বিশ্বকাপের আসরে শনিবারেই ছিল সব চেয়ে হাইভোল্টেজ ম্যাচ৷ এই ম্যাচে স্বভাবিক ভাবেই বসেছিল তারকার হাট। বলিউড হোক বা ক্রিকেট দুনিয়া, সামনে থেকে ম্যাচ উপভোগ করতে আমদাবাদে উপস্থিত হয়েছিলেন একঝাঁক নক্ষত্র৷ তাঁদের মাঝে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি। রাজীব শুক্লার পাশে বসেছিলেন মহারাজ৷ সেই ছবি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই দাদা-দাদা বলে গর্জে উঠল গোটা স্টেডিয়াম৷ সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল সেই ছবি৷
ভারত বনাম পাকিস্তান ম্য়াচ চলাকালীন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে দর্শকাসনে দেখতে পাওয়া গেলেও বর্তমান সভাপতি রজার বিনি কিংবা সচিব জয় শাহ কাউকেই দেখতে পাওয়া যায়নি।
এদিকে, আজ পাক অধিনায়ক বাবর আজম আউট হতেই দর্শকাসনে থাকা অরিজিৎ সিং বাধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভারতীয় ক্রিকেট দলের জার্সি হাতে নিয়ে ওড়াতে দেখা যায় তাঁকে। এই ভিডিয়োটি নিমেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনার সঙ্গে অনেকেই ২০০২ সালে আয়োজিত ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের মিল খুজে পায়৷
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করে রোহিত শর্মার ভারত৷ ব্যাট ভারতের সামনে মাত্র ১৯২ রানের লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তান৷ জবাবে ৩০ ওভারেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে মেন ইন ব্লুরা৷