শিক্ষক হত্যাকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার

কলকাতা: জিয়াগঞ্জের সপরিবারে শিক্ষক হত্যাকাণ্ডের বিচার চেয়ে ভবানী ভবনে গেলেন নিহতদের পরিবার৷ ভবানী ভবনে সিআইডি অফিসারদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নিহতের পরিবারের সদস্যরা৷ পরে ভবানী ভবন থেকে এসকট করে তাঁদের নিয়ে যাওয়া হয় নবান্নে৷ নবান্নে ১৩ তলে তাঁদের নিয়ে যাওয়া হয়৷ সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁর৷ জানা গিয়েছে,

শিক্ষক হত্যাকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার

কলকাতা: জিয়াগঞ্জের সপরিবারে শিক্ষক হত্যাকাণ্ডের বিচার চেয়ে ভবানী ভবনে গেলেন নিহতদের পরিবার৷ ভবানী ভবনে সিআইডি অফিসারদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নিহতের পরিবারের সদস্যরা৷ পরে ভবানী ভবন থেকে এসকট করে তাঁদের নিয়ে যাওয়া হয় নবান্নে৷

নবান্নে ১৩ তলে তাঁদের নিয়ে যাওয়া হয়৷ সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁর৷ জানা গিয়েছে, এদিন দুপুরে ভবানী ভবনে পৌঁছান নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল ও তাঁর স্ত্রী বিউটি পালের পরিবারের সদস্যরা৷ ছয়জনের প্রতিনিধিদলের সঙ্গে পুলিশকর্তারা কথা বলেন৷ দেওয়া হয় আশ্বাস৷ পুলিশের তরফ সাফ জানিয়ে দেওয়া হয়, জিয়াগঞ্জে নিহত শিক্ষকের হত্যাকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে৷ তদন্তে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে৷

তবে, জিয়াগঞ্জে নিহত শিক্ষকের পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ঘটনায় বেশ বিপাকে পড়েছে বিজেপি৷ কেননা, শুরু থেকেই বিজেপি নেতৃত্বের দাবি করে আসছিলেন, নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল আরএসএসের কর্মী এবং বিজেপি সমর্থক৷ কিন্তু বিজেপি সমর্থক হয়েও কেন নিহতের পরিবারের সদস্যরা নবান্নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন, তা নিয়েও বিজেপির অন্দরে উঠছে প্রশ্ন৷ যদিও, এর আগে রাজ্য পুলিশের ভূমিকা ও সিআইডির তদন্তে অসন্তোষ জানিয়েছিলেন মৃতের পরিবার৷ সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তাঁরা৷ কিন্তু হঠাৎ আগের অবস্থা বদল করে সরাসরি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাওয়ার ইচ্ছা প্রকাশের ঘটনা ঘিরে তৈরি হয়েছে নয় জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 3 =