আমি পর্যটক? মন্ত্রীরা যা ইচ্ছে তাই বলতে পারেন না: রাজ্যপাল

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ফের রাজ্য সরকার ও মন্ত্রীদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যপাল৷ শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে শুরু করে পুজো কার্নিভাল ও নিরাপত্তা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল৷ সেখানে সাংবাদিক প্রশ্নের জবাবে তীব্র উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷ বলেন, ‘‘আমার নিরাপত্তা নিয়ে না জেনে মন্তব্য

imagesmissing

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ফের রাজ্য সরকার ও মন্ত্রীদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যপাল৷ শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে শুরু করে পুজো কার্নিভাল ও নিরাপত্তা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোর্ট বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল৷ সেখানে সাংবাদিক প্রশ্নের জবাবে তীব্র উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷ বলেন, ‘‘আমার নিরাপত্তা নিয়ে না জেনে মন্তব্য করছে সুব্রত মুখোপাধ্যায়৷ ওঁর উচিত জেনে মন্তব্য করা৷ মন্ত্রীরা যা ইচ্ছে তাই বলতে পারেন না৷ আমি লক্ষণ রেখা অতিক্রম করিনি৷ কোউ তা করবেন না৷ সবাইকে এই লক্ষ্মণরেখা মেনে চলা উচিত৷’’ গতকাল সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমার দীর্ঘ রাজনীতিক জীবনে আমি কখনও দেখিনি রাজ্যপাল নিরাপত্তাহীনতায় ভুগছে৷’’

এদিন রাজ্যপাল বলেন, ‘‘আমাকে পর্যটক বলে বলা হচ্ছে৷ আমি কিন্তু পর্যটক নয়৷ এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না৷ প্রশাসনিক প্রধানকে কি করে পর্যটক বলা হতে পারে? এইগুলি আমাকে ব্যথিত করছে৷’’ কার্নিভাল প্রসঙ্গে বলেন, ‘‘কার্নিভাল নিয়ে আমার মন্তব্য আগেই জানিয়েছি৷ আমাকে সেন্সাস করে রাখা হয়েছিল৷ চার ঘণ্টা আমি অন্ধকারে ছিলাম৷ আমার শিলিগুড়ি যাওয়া গিমিক বলা হচ্ছে৷ রাজ্যের মন্ত্রীদের এই মন্তব্য দুর্ভাগ্যজনক৷ মন্ত্রীরা যা ইচ্ছে তাই বলতে পারেন না৷ কেউ কেউ আমাকে পর্যটক বলছেন৷ প্রশাসনিক প্রধান কি করে পর্যটক হতে পারেন? আমি এই বিষয়ে মর্মাহত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *