কলকাতা: জনগণের সমর্থন রয়েছে। এই রাজ্য, পশ্চিমবঙ্গেই রয়েছে। কিন্তু, তা ভোটযন্ত্রে স্থানান্তরিত করার উপায় খুঁজে খুঁজে পাননি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বর্ষীয়ান ইয়েচুরি মনে করেন, মানুষের মন থেকে বামপন্থা মুছে যায়নি।
শুক্রবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভারতে কমিউনিস্ট পার্টির ১০০ বছরের অনুষ্ঠানে বিপুল দর্শক সংখ্যা দেখে খুশি হয়েছেন সীতারাম। শনিবার বলেছেন, “নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিপুল জনতা দেখেন নি। সমর্থন রয়েছে। নির্বাচনে আমরা ভালো করছি না ঠিকই। দেখতে হবে এই সমর্থন যাতে ভোট যন্ত্র মুখী হয়।”
অনেকেই বলছেন, মূল ধারার রাজনীতিতে পিছিয়ে পড়লেও আন্দোলনে বামপন্থীরাই শেষ কথা। সারা দেশে বার বার প্রমাণিত হয়েছে, শ্রমিক বা কৃষক আন্দোলন বা কর্মচারী সংগঠনগুলির দাবি আদায়ের লড়াইয়ে বাম দলগুলিই আজও গরীব মানুষের প্রধান ভরসা। কারণ, সাধারণ মানুষ জানে, একমাত্র নিঃস্বার্থ এবং কায়েমি স্বার্থহীন গণ আন্দোলন এদেশে বামপন্থীরাই করেছে।
তাই বার বার বাম আন্দোলনে মানুষের ঢল নেমেছে। যদিও এই সমর্থনের শক্তিকে ভোটবাক্সে প্রতিফলিত করার ব্যাপারে বাম নেতাদের ব্যর্থতাও সমানভাবে উল্লেখ্য। লোকসভা নির্বাচনের ভোট গণনায় রাজ্যে বামেদের ঐতিহাসিক ব্যর্থতা সামনে এসেছে। একটিও আসন পায়নি বামেরা। ভোট নেমে নিয়েছে সাত শতাংশের নিচে। কিন্তু, উল্টো দিকে এটিও সত্য, পুজোর কলকাতায় যাদবপুরে লক্ষাধিক টাকার পার্টির বই বিক্রি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মার্কসীয় আদর্শ এই বাংলায় মৃত নয়। তা যেন আবার নতুন করে জেগে উঠছে। কিন্তু তাকে আবার কি ভাবে ভোটমুখী করা যায় তার উত্তর খুঁজছেন সীতারাম।