hardik pandya
নয়াদিল্লি: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে ঘটে অঘটন৷ গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডে৷ তিনি কবে দলে যোগ দেবেন , তা নিয়েই তৈরি হয়েছে সংশয়৷ প্রথমে বলা হয়েছিল লখনউয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন হার্দিক৷ কিন্তু, পরিস্থিতি যা,তাতে আরও কিছু ম্যাচ খেলচে পারবেন না তিনি৷ এখনও চোট সারেনি তাঁর। ফলে আরও দু’টি ম্যাচে পাওয়া যাবে না হার্দিককে৷ ইডেনের ম্যাচে দলে ফিরতে পারেন এই অলরাউন্ডার৷
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভাবে বল ধরেন হার্দিক৷ দ্বিতীয় ও তৃতীয় বলে হার্দিককে পরপর দুটি চার মারেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস৷ চতুর্থ বল করতে গিয়েই ঘটল অঘটন৷ পা দিয়ে বল আটকাতে গিয়েই চোট পান হার্দিক৷ চোট লাগে গোঁড়ালিতে৷ এর পরেই তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়। মনে করা হয়েছিল আগামী রবিবার চোট সারিয়ে তিনি দলে ফিরতে পারবেন৷ গত রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামতে পারেননি তিনি। ভারতের পরের ম্যাচ লউনউয়ে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু৷ এর পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ে খেলবে ভারত। এই দু’টি ম্যাচেই খেলতে পারবেন না হার্দিক পান্ডে।
আগামী ৫ নভেম্বর ইডেনে ম্যাচ রয়েছে ভারতের৷ আশা করা হচছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ফের দলে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার। একনও জাতীয় অ্যাকাডেমিতে বল হাতে নেননি তিনি। বেঙ্গালুরুতেই চিকিৎসা চলছে হার্দিকের। সুস্থ হওয়ার পর ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।