আরও জোরালো করোনার আতঙ্ক, সংক্রমণের সঙ্গে এবার লাফিয়ে বাড়ল মৃত্যুও

আরও জোরালো করোনার আতঙ্ক, সংক্রমণের সঙ্গে এবার লাফিয়ে বাড়ল মৃত্যুও

নয়াদিল্লি: চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা উস্কে দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনার দাপট। গত দুই সপ্তাহ ধরেই দেশজুড়ে ফের নতুন করে লাফিয়ে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। এতদিন পর্যন্ত করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা এবং অ্যাক্টিভ কেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসক মহল। কিন্তু বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ এবং অ্যাক্টিভ কেসের সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে লাফিয়ে বাড়ল করোনার দৈনিক মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে, দেশজুড়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২৭৫ জন। অন্যদিকে দেশে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের।

চলতি মাসের প্রথম থেকেই রাজধানী দিল্লিতে ক্রমবর্ধমান বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দেশবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টাতেও সেই একই ধারা বজায় থেকেছে দিল্লিতে। জানা যাচ্ছে, রাজধানীতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫৪ জন। দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে দিল্লিতেই রয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার নিরিখে যখন প্রথম স্থানে অবস্থান রাজধানী দিল্লির, তখন মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য কেরল। চলতি বছরের প্রথম থেকেই কেরলে করোনার মৃতের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে যখন অনেকটাই নিয়ন্ত্রিত ছিল দেশের করোনা পরিস্থিতি তখনও কিন্তু কেরলে মৃতের সংখ্যা দেখে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিল বিশেষজ্ঞ মহল। সেই একই ধারা বজায় রয়েছে এখনও। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে যে করোনায় দৈনিক মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েছে তার পিছনেও রয়েছে সেই কেরল। জানা যাচ্ছে, মৃত মোট ৫৫ জনের মধ্যে শুধুমাত্র দক্ষিণের এই রাজ্যেই করোনার বলি হয়েছেন ৫২ জন। বাকি তিন জনের মধ্যে একজন দিল্লির, একজন রাজস্থানের এবং অপরজন হরিয়ানার।

অন্যদিকে গত একদিন দেশে করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ৩০১০ জন। আগের দিনের থেকে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। জানা যাচ্ছে গত একদিন দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে ২১০ জন এবং এই মুহূর্তে দেশে করোনার মোট অ্যাক্টিভ কেস দাঁড়িয়ে রয়েছে ১৯৭১৯-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =