বাংলায় হোক NRC, মোদিকে ১ কোটি চিঠি লিখে দাবি বঙ্গ বিজেপির

কলকাতা: পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি চালু করে বাংলাদেশিদের তাড়ানোর হুশিয়ারি দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ৷ দু’কোটি বাংলাদেশিকে ভারত ছাড়া করা হবে বলেও দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি৷ তাঁর পাল্টা গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাজ্যে এনআরসি চালু ও দ্রুত নাগরিক সংশোধনী বিল পাস করাতে আসরে নামছে রাজ্য বিজেপি৷ আর এইজন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে

বাংলায় হোক NRC, মোদিকে ১ কোটি চিঠি লিখে দাবি বঙ্গ বিজেপির

কলকাতা: পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি চালু করে বাংলাদেশিদের তাড়ানোর হুশিয়ারি দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ৷ দু’কোটি বাংলাদেশিকে ভারত ছাড়া করা হবে বলেও দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি৷ তাঁর পাল্টা গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাজ্যে এনআরসি চালু ও দ্রুত নাগরিক সংশোধনী বিল পাস করাতে আসরে নামছে রাজ্য বিজেপি৷ আর এইজন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হচ্ছে এক কোটি চিঠি৷

লোকসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবিতে সরব হয়েছিলেন বিজেপির নেতারা৷ নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ, রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন৷ অসামে নাগরিকপঞ্জি প্রকাশের পর আবার এনআরসি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ তাতে মাত্রা যোগ করেছে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য৷

বিজেপি রাজ্য সভাপতি দাবি করেছেন, ক্ষমতায় আসলে এনআরসি চালু করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে৷ হিন্দুরা এদেশে থাকবেন৷ কখনও আবার দাবি করেছেন, দুই কোটি বাংলাদেশি নাগরিক রয়েছেন দেশে৷ তাদের শনাক্ত করে দেশ ছাড়া করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =