এক ঘণ্টা ট্রেন থামিয়ে লোকো পাইলট গেলেন মদ গিলতে

এক ঘণ্টা ট্রেন থামিয়ে লোকো পাইলট গেলেন মদ গিলতে

সমস্তিপুর: বিহারের এক স্টেশন থেকে উধাও ট্রেনের সহকারী লোকো পাইলট। যার জেরে প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রইল।  লোকো পাইলটের খোঁজ করতেই দেখা গেল স্থানীয় পানশালায়। স্টেশনে ফিরলেন মদ্যপ অবস্থায়। স্টেশন মাস্টার থেকে যাত্রী চক্ষু চড়কগাছ সবার।

জিআরপি সূত্রের খবর, সোমবার বিকেলে সমস্তিপুর-সাহারসাপুর ট্রেনটি সমস্তিপুর জংশনের উদ্দেশ্যে রহনা দেয়। হাসানপুর স্টেশনের ৪৫ কিলোমিটার স্টেশনের আগে থেমে যায় ট্রেনটি। রাজধানী এক্সপ্রেসের জন্য সেখানে ট্রেনটির দুই মিনিট দাঁড়ানোর কথা ছিল। কিন্তু  এক ঘণ্টার পরেও ট্রেনটি ছাড়ে না। জিআরপির তরফে জানানো হয়, সহকারী লোকো পাইলট ট্রেন থেকে সামনের পানশালায় চলে যায়। তবে ওই রেলকর্মীকে কে অ্যালোহল দিয়েছিল, তা এখনও জানা যায়নি।

দীর্ঘক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকার জন্য যাত্রীর ক্ষুব্ধ হয়ে যান। তাঁরা ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় এক ঘণ্টা পরে লোকো পাইলটকে উদ্ধার করে। বিক্ষোভের জেরে স্টেশন মাস্টার মনোজ কুমার চৌধুরী অন্য এক লোকো পাইলট রাজ কুমারকে ওই ট্রেনে সহকারী লোকো পাইলট হয়ে হিসেবে যাওয়ার অনুরোধ করেন।  ঘটনায় সমস্তিপুর রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার অলোক আগরওয়াল ঘটনার রিপোর্ট চেয়েছে। তিনি জানিয়েছেন, রিপোর্ট আসার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ঠিক আট দিন আগে ট্রেনের দেরিতে ছাড়ার জন্য কাঠগোড়ায় তোলা হয়েছিল লোকো পাইলটকে। গোয়ালিউর-বারউনি এক্সপ্রেসে বিহারের সিওয়ান স্টেশনে আগে একটি ক্রশিংয়ে নির্দেশ ছাড়াই ট্রেন দাঁড় করিয়ে দেয়। পরে জানা যায়, অভিযুক্ত লোকো পাইলট চা খাওয়ার জন্য ট্রেন দাঁড় করিয়ে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =