ফের রাজ্যপালের বৈঠক এড়াল তৃণমূল-প্রশাসন, ক্ষুব্ধ ধনকর

কলকাতা: ফের রাজ্য বনাম রাজভবন সংঘাত৷ রাজ্যপালের ডাকা বৈঠকে আরও একবার গরহাজির তৃণমূল ও প্রশাসন৷ শাসক দল ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের গরহাজিরা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ আজ ধামাখালি ও সন্দেশখালিতে জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যপাল৷ সেই মর্মে রাজভবনের তরফে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক আমন্ত্রণপত্র পাঠানো হয়৷ একইসঙ্গে শাসক-বিরোধী

82582ab3f788d81d4a06ac14d8934dfb

ফের রাজ্যপালের বৈঠক এড়াল তৃণমূল-প্রশাসন, ক্ষুব্ধ ধনকর

কলকাতা: ফের রাজ্য বনাম রাজভবন সংঘাত৷ রাজ্যপালের ডাকা বৈঠকে আরও একবার গরহাজির তৃণমূল ও প্রশাসন৷ শাসক দল ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের গরহাজিরা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷

আজ ধামাখালি ও সন্দেশখালিতে জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যপাল৷ সেই মর্মে রাজভবনের তরফে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক আমন্ত্রণপত্র পাঠানো হয়৷ একইসঙ্গে শাসক-বিরোধী সমস্ত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে বৈঠকে অংশ নিতে আর্জি জানানো হয়৷ আজ ছিল সেই বৈঠক৷ কিন্তু, রাজ্যপালের ডাকা প্রশাসনিক বৈঠকে অধিকাংশ সদস্যের উপস্থিতি না থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷

সংবাদমাধ্যমে জানান, রাজ্যে সাংবিধানিক প্রধানের ডাকা বৈঠক তৃণমূল ও প্রশাসনের একাংশ কীভাবে এড়িয়ে যাচ্ছেন? রাজ্যের ভূমিকা নিয়ে সরব হয়ে রাজ্যপাল জানান, ‘‘আমার সফরের কথা আগেই জানানো হয়েছিল৷ যেকোনো জায়গাতেই যেতে পারেন রাজ্যপাল৷ আমার সফরের আগে সবাইকে গত ১৭ অক্টোবর জেলা প্রশাসনকে জানানো হয়৷ কিন্তু, ২১ তারিখ একটি চিঠি দেন জেলাশাসক৷ জনপ্রতিনিধিদের ডাকতে গেলে রাজ্যের অনুমতি লাগবে৷ চিঠিতে জানান ডিএ৷ এতে আমি বিস্মিত৷’’

এর আগেও শিলিগুড়িতে ও একই ঘটনা ঘটেছিল৷ কিন্তু সেখানে শাসক দলের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় হতাশা প্রকাশ করেছিলেন রাজ্যপাল৷ একই সঙ্গে পুলিশের প্রশাসনের গরহাজিরা নিয়েও তোলেন প্রশ্ন৷ ওই দিন উষ্মা প্রকাশ করে রাজ্যপাল জানিয়েছিলেন, এবার তিনি গোটা রাজ্যজুড়ে একই ধরনের প্রশাসনিক বৈঠক করবেন৷ এবার তারই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির পর সুন্দরবন সফরে যান রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *