কলকাতা: শিলিগুড়িতে পুলিশের ডাকা বিজয়া সম্মিলনীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ ঘোষণা করেছেন, ‘‘চিন্তা করবেন না৷ বাংলায় এনআরসি করতে দেব না৷ একটি মানুষকেও বাংলা থেকে বিতাড়িত করার কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না৷’’ এনআরসি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷
আজ সকালে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নন৷ এনআরসি করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত৷ আদালতের পর্যবেক্ষণে চলছে৷ এনআরসি বাস্তবায়ন করা হলে কেন তিনি এতটা উদ্বিগ্ন? কেন্দ্র যদি এনআরসি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তবে তিনি কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তিনি কিছুই করতে পারবেন না৷’’
Kailash Vijayvargiya, BJP: Mamata Banerjee is CM of West Bengal & not the PM. It’s a Central govt’s decision whether to implement NRC or not, why is she so worried?If Centre decides to implement NRC, she won’t be able to do anything about it as it will be central govt’s decision. pic.twitter.com/IA2cxwB242
— ANI (@ANI) October 22, 2019
বাংলা এনআরসি নিয়ে ইতিমধ্যেই শুরু চড়িয়েছে শাসক দল তৃণমূল৷ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে বামফ্রন্ট৷ পথে নেমেছে কংগ্রেস৷ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় এনআরসি হলে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না৷ এমনকী বাংলার বুকে ডিটেনশন ক্যাম্প তৈরি হলে রাতারাতি তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সূর্যকান্ত মিশ্র৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বাংলা থেকে কাউকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হলে তিনি রুখে দাঁড়াবেন৷ যতদিন তিনি বাংলায় থাকবেন, ততদিন নিশ্চিন্তে বসবাস করতে পারবেন বাংলায় বসবাসকারীরা৷ ফলে এনআরসি নিয়ে কোনও চিন্তা করার কারণ নেই বলেও অভায় দিয়েছেন তিনি৷ শাসক তৃণমূল ও বাম-কংগ্রেসের তরফে হুঁশিয়ারি পর এবার বাংলায় এনআরসি চালুর বিষয়ে আত্মবিশ্বাসী কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দিলেন, বাংলা এনআরসি হলে কিছুই করতে পারবে না রাজ্য সরকার৷