সেমিতে দুরন্ত শুরু করেও অর্ধশত রান হাতছাড়া রোহিতের, তবে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন

সেমিতে দুরন্ত শুরু করেও অর্ধশত রান হাতছাড়া রোহিতের, তবে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন

Rohit

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে দাপটের সঙ্গে শুরু করেছে ভারত। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালের সেই খারাপ স্মৃতি পিছনে ফেলতে মরিয়া রোহিত, বিরাটরা। সেই ম্যাচে হেরে বিশ্বকাপের ফাইনালে আর ওঠা হয়নি টিম ইন্ডিয়ার। তবে এবার সেই সুযোগ আছে। আর এই ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে শুরুতেই রেকর্ড গড়ে ফেললেন ভারতের হিটম্যান রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন তিনি। 

পুরুষদের বিশ্বকাপে এতদিন সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল ক্রিস গেইলের। ৪৯টি ছক্কা মেরেছিলেন তিনি। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে ৫১টি ছক্কা মারলেন রোহিত শর্মা। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৭৫-১। ৪৭ রানে আউট রোহিত শর্মা, আপাতত ক্রিজে শুভমন গিল, বিরাট কোহলি। ভারতবাসী অপেক্ষা করছে আরও কিছু সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি দেখার। 

চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছে ভারতীয় দল। গ্রুপ পর্বে ৯টি ম্যাচে সবকটি জিতেছে তারা। আত্মবিশ্বাসের সঙ্গেই সেমিফাইনালে খেলতে নেমেছে মেন ইন ব্লু। তবে ছন্দ একেবারেই হারাতে রাজি নয় শুভমন, জাদেজা, শামিরা। চার বছর আগে যা হয়েছিল তা সম্পূর্ণ ভুলে গিয়ে এবার বিশ্বকাপ হাতে তুলতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =