সীমান্তে গোরু পাচারের তদন্তে সিবিআই, নজরে প্রভাবশালী চক্র

কলকাতা: সারদা-নারদা কেলেঙ্কারির পর এবার সিবিআইয়ের নজরে গোরু পাচার৷ ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন সিবিআরয়ের গোয়েন্দারা৷ রাজনৈতিক প্রভাবশালী থেকে শুরু করে সরকারি পদস্থ আধিকারিকরা এই চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে সিবিআই৷ আর এই মর্মে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে দিল্লির সদরদপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে বলে খবর৷ সিবিআই সূত্রে

3f29761897523b5623b48d1f887de9e6

সীমান্তে গোরু পাচারের তদন্তে সিবিআই, নজরে প্রভাবশালী চক্র

কলকাতা: সারদা-নারদা কেলেঙ্কারির পর এবার সিবিআইয়ের নজরে গোরু পাচার৷ ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের তদন্তে নেমে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন সিবিআরয়ের গোয়েন্দারা৷ রাজনৈতিক প্রভাবশালী থেকে শুরু করে সরকারি পদস্থ আধিকারিকরা এই চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে সিবিআই৷ আর এই মর্মে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে দিল্লির সদরদপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে বলে খবর৷

সিবিআই সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের অভিযোগ প্রাথমিক তদন্ত রিপোর্ট হাতে এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে৷ কলকাতার অফিসারদের রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে৷ রিপোর্টে বেশ কয়েকজন প্রভাবশালীর যোগ পাওয়া গিয়েছে বলে খবর৷ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি সরকারি আধিকারিকরাও এই চক্রে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পারেছে সিবিআই৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে দিল্লিতে পাঠানো হয়েছে রিপোর্ট৷

সীমান্তে গোরু পাচার তদন্ত রিপোর্ট দিল্লি পাঠিয়ে তদন্তের গতি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে খবর৷ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জির পাশিপাশি গ্রেপ্তারির বিষয়েও করা হয়েছে সওয়াল৷ তদন্তে সিবিআই জানতে পেরেছে, পুলিশ-বিএসএফের বেশ কয়েকজন আধিকারিক-সহ রাজনৈতিক প্রভাবশালী এই চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত! এই মর্মে ইতিমধ্যেই তদন্তপ্রক্রিয়া শুরু করেছে সিবিআই৷ দিল্লি থেকে সবুজ সংকেত পেলেই এবার গোরু পাচার তদন্তের পর্দা ফাঁস করতে মাঠে নামবে আধিকারিকরা৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে একটি লিখিত অভিযোগ আসে সিবিআইয়ের দপ্তরে৷ তদন্তে নামে সিবিআই বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ও বিএসএফের আধিকারিকদের জড়িত থাকার প্রমাণ মিলেছে৷ ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট দিল্লিতে পাঠানোর হয়েছে বলে সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *