সারদা-কর্তা সুদীপ্তের নয়া বিস্ফোরণ! সিবিআই নজরে বহু প্রভাবশালী!

কলকাতা: সিবিআই জেরার মুখে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন সারদা-কর্তা সুদীপ্ত সেন৷ রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের বিরুদ্ধে মুখ খুলে সিবিআইকে বিস্তারিত বয়ান দিয়েছেন সুদীপ্ত সেন৷ খবর সিবিআই সূত্রে৷ সম্প্রতি, প্রেসিডেন্সি জেলে গিয়ে সুদীপ্তকে দীর্ঘ জেরা দকরেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ সেখানে দফায় দফায় জেরা পর্বে সুদীপ্ত সেন বেশ কিছু তথ্য দিয়েছেন বলে খবর৷ সিবিআই

cd3f53ec34d44683ce606dd37afadef2

সারদা-কর্তা সুদীপ্তের নয়া বিস্ফোরণ! সিবিআই নজরে বহু প্রভাবশালী!

কলকাতা: সিবিআই জেরার মুখে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন সারদা-কর্তা সুদীপ্ত সেন৷ রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিটের বিরুদ্ধে মুখ খুলে সিবিআইকে বিস্তারিত বয়ান দিয়েছেন সুদীপ্ত সেন৷ খবর সিবিআই সূত্রে৷

সম্প্রতি, প্রেসিডেন্সি জেলে গিয়ে সুদীপ্তকে দীর্ঘ জেরা দকরেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ সেখানে দফায় দফায় জেরা পর্বে সুদীপ্ত সেন বেশ কিছু তথ্য দিয়েছেন বলে খবর৷ সিবিআই সূত্রে খবর, জেরা পর্বে সুদীপ্ত সেন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রভাবশালীরা৷ এমনকি নিয়মিত টাকা নিতেন তাঁরা৷ এই বিষয়ে সিটকে তিনি সবিস্তারে জানিয়েছিলেন৷ তবে সেই তথ্য সিট নথিভূক্ত করেনি বলেও চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন সুদীপ্ত সেন৷ একই সঙ্গে কোন প্রভাবশালী কত টাকা নিয়েছিলেন তার বয়ানও সুদীপ্ত দিয়েছেন বলে খবর৷

প্রায় ছ’মাস দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি সুদীপ্ত সেনের জেলে গিয়ে দফায় দফায় জেরা করে আসেন সিবিআই৷ সেখানেই বহু প্রভাবশালী যোগাযোগ থেকে শুরু করে কে টাকা নিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন এবং সেই বিষয়ে সিটের কী ভূমিকা ছিল তা সবিস্তারে অভিযোগ করেছেন বলে সূত্রের খবর৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে খুব সম্ভবত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে ফের এক দফায় জেরা করা হতে পারে৷ উভয়কে পাশাপাশি বসিয়ে নতুন কোন তথ্য পাওয়া যায় কি না সে বিষয়েও লক্ষ্য রয়েছে সিবিআইয়ের৷ ইতিমধ্যেই দেবযানীকে জেরা করেছে সিবিআই সুদীপ্তর জেলে গিয়ে জেরার জন্য অনুমতি মিলছে না সিবিআইয়ের৷ পরে সেই অনুমতি মেলায় কয়েকঘণ্টা তাঁকে জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷

জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলে গিয়ে সুদীপ্ত সেনকে জেলা জেরা করার বিষয়ে সবুজসংকেত না পেয়ে নিম্ন আদালতে ছয় মাস ধরে দরবার করা হয়৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থা এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যায়৷ সিবিআই কেন সুদীপ্ত সেনকে জেরা করবে, তা সবিস্তারে সুপ্রিম কোর্টে জানাই সিবিআই৷ সর্বোচ্চ আদালত এই আবেদনের ভিত্তিতে সুদীপ্ত সেনকে জেরা করার বিষয়ে অনুমতি দেয় বলে খবর৷ এবার সেই জেরা পর্বে সুদীপ্ত সেনের বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷

ইতিমধ্যেই রাজ্য সরকারের গঠিত তৎকালীন সিটের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে সিবিআই৷ সেই সংক্রান্ত একাধিক সওয়াল-জবাব আদালতেও হয়েছে৷ সারদার বিভিন্ন নথিপত্র ও সিজার লিস্ট নিয়েও ধন্দে রয়েছে সিবিআই৷ দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে হাইকোর্টেও উঠেছে সেই বিষয়টি৷ এবার সুদীপ্ত সেনের বিস্ফোরণে ফের প্রশ্নের মুখে সিটের ভূমিকা৷ যদিও সুদীপ্ত সেনের এই অভিযোগ ভিত্তিহীন বলে সিটের এক তদন্তকারী আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *