দিল্লিতে ফের সক্রিয় মিশন বুলডোজার। জাহাঙ্গীরপুরীর পর এবার শাহিনবাগ। বেআইনি নির্মাণ ভাঙতে কয়েকদিন আগে থেকেই তৎপর হয়েছে দক্ষিণ দিল্লি পুরসভা। একের পর এক পুরসভার এলাকাগুলির বেআইনি নির্মাণগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। কদিন আগেই জাহাঙ্গীরপুরীতে পুরসভার এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল সোমবার সকালে দিল্লির শাহিনবাগে। এদিন সকালেই উচ্ছেদ অভিযান শুরু করতে তৎপর পুরসভার লোকজন বিরাট পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে পৌছায় ঘটনাস্থলে। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় শাহিনবাগ। বুলডোজার মিশন তথা উচ্ছেদ রুখতে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য গত সপ্তাহেই শাহিনবাগের এই উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় অভিযানকে পিছিয়ে দেওয়া হয় পর্যাপ্ত বাহিনী না থাকার কারণে। এর আগে জাহাঙ্গীরপুরীতে এই অভিযানকে কেন্দ্র করে যেভাবে মারমুখী হয়ে উঠেছিল সাধারন জনগন তাতে আগেভাগেই দিল্লি পুলিশ আঁচ করেছিলএকটা বড় রকমের গণ্ডগোল হতে চলেছে। আর তাই সব রকম প্রস্তুতি নিয়ে সোমবার মাঠে নেমেছে দক্ষিণ দিল্লির পুরসভার লোকজন, সঙ্গে দিল্লি পুলিশ। সেই মতো মাইকিং করে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আগেই এলাকার বাসিন্দা এবং দোকানদারদেরও জানানো হয়। সোমবার সকাল থেকেই উত্তেজনা সামাল দিতে পুলিশের বিশেষ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। কিন্তু তারপরেও এই অভিযানকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুলু শুরু হয় শাহিনবাগে। জানা যাচ্ছে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সমর্থনে একাধিক কংগ্রেসকর্মীও উচ্ছেদ অভিযানে সোচ্চার হয়েছেন। জেসিবি এবং বুলডোজার মেশিনের পথ আটকে তাঁরা ধর্নায় বসেছেন। এলাকাবাসীদের দাবি শাহিনবাগে যে এলাকায় দক্ষিন দিল্লি পৌরসভা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সেখানে আদৌ কোনও বেআইনি নির্মাণ নেই। কিন্তু তারপরেও কার্যত গায়ের জোরে বুলডোজার চালাচ্ছে প্রশাসন।
দিন কয়েক আগেই জানা যায় শাহিনবাগসহ দিল্লির একাধিক এলাকায় বেআইনি নির্মাণ উচ্ছেদ করতে দক্ষিণ দিল্লির পৌরসভার পক্ষ থেকে ১০ দিনের একটি অ্যাকশন প্ল্যানের কথা জানানো হয়েছে। এই প্রসঙ্গে পৌরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজপাল জানান, যেখানে যেখানে বেআইনি নির্মাণ থাকবে সেখানেই চলবে এই উচ্ছেদ অভিযান। এই অভিযান চালাতে ইতিমধ্যেই তৎপর আমাদের কর্মীও আধিকারিকরা। বুলডোজারের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই হনুমানজয়ন্তীতে অশান্তির ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে এসেছিল দিল্লির জাহাঙ্গীরপুরী। অন্যদিকে সিএএ এবং এনআরসির বিরোধিতায় শাহিনবাগের নামও যথেষ্ট পরিচিত। স্থানীয়দের একাংশের বক্তব্য, সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণেই বারবার দিল্লির এই সমস্ত জায়গাগুলিতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনা এমন জায়গায় পৌঁছায় যে সুপ্রিমকোর্ট নিজে এই অভিযান স্থগিত রাখার নির্দেশ দেয়। কিন্তু তারপরেও এই অভিযান জারি রাখে দক্ষিণ দিল্লি পৌরসভা। অন্তত এমনটাই অভিযোগ করছেন সাধারণ বাসিন্দারা। শেষে অভিযান রুখতে মাঠে নামতে হয় বৃন্দা কারাতকে। তিনি আদালতের নির্দেশনা নিয়ে গিয়ে বন্ধ করেন এই অভিযান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শাহিনবাগে শুরু হয়েছে মিশন বুলডোজার।