পড়শি রাজ্যের নির্বাচনে ডাক আমলাদের, ক্ষুব্দ মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের সাত দফা ভোট করানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিশনের বিরুদ্ধে চড়িয়েছিলেন আক্রান্তণ৷ শুরু হয়েছে সংঘাত পরিস্থিতি৷ আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন৷ এরপর নতুন বছরের শুরুতেই ফের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন৷ সেজন্য রাজ্যের বেশকিছু আধিকারিককে প্রশিক্ষণের জন্য ঝাড়খণ্ডের ডেকে পাঠানো হয়েছে কমিশন৷ আর

পড়শি রাজ্যের নির্বাচনে ডাক আমলাদের, ক্ষুব্দ মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের সাত দফা ভোট করানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচন কমিশনের বিরুদ্ধে চড়িয়েছিলেন আক্রান্তণ৷ শুরু হয়েছে সংঘাত পরিস্থিতি৷ আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন৷ এরপর নতুন বছরের শুরুতেই ফের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন৷ সেজন্য রাজ্যের বেশকিছু আধিকারিককে প্রশিক্ষণের জন্য ঝাড়খণ্ডের ডেকে পাঠানো হয়েছে কমিশন৷

আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন রাজ্য প্রশাসন৷ ঘনিষ্ঠ মহলে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ নির্বাচন কমিশনের কর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় ও রাজ্য কর্মরত সমস্ত আমলাদের ক্ষেত্রে নির্বাচনের কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়৷ নির্বাচন ঘোষণা হলে সমস্ত কাজ ফেলে রেখে আগে সেই সংক্রান্ত কাজে গুরুত্ব দিতে হবে৷ এমনটাই নিয়ম৷

রাজ্যে থেকে আগামী ৩১ অক্টোবর ৩৪ জন আইএএসকে ডেকে পাঠিয়েছে৷ মুখ্য নির্বাচন কমিশন তাদের ঝাড়খন্ডে নির্বাচনী কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে ডাকা হয়েছে৷ ৪১ জনের মধ্যে শুধুমাত্র ৩৪ জনকে বাংলা থেকে ডেকে পাঠানোর নির্দেশ নিয়ে নতুন করে সংঘাতে তৈরি হয়েছে বাংলায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 1 =