ভোপাল: একই মণ্ডপে বসেছিল দুই বোনের বিয়ের আসর। বেশ ভালোই চলছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু, হঠাৎই বিদ্যুৎ বিভ্রাট। মণ্ডপে নেমে এল অন্ধকার। তবে মন্ত্র পড়া থামাননি পুরোহিত। অন্ধকারেই চলতে থাকে বিয়ে। আর তাতেই বাঁধল গোল। অন্ধকারে ভুল করে একে অপরের বরকে মালা পরিয়ে বিয়ে করে ফেললেন দুই বোন!
আরও পড়ুন- প্রতিশ্রুতিই সার, ভারতে ঠাঁই হল না নিপীড়িত পাক হিন্দুদের, সর্বস্ব খুইয়ে ফিরছেন ‘স্বদেশে’
দুই পাত্র অবশ্য আলাদা আলাদা পরিবারের সদস্য। কিন্তু, বিয়ের দিন দুই বোনের বিয়ের সাজ ছিল প্রায় এক৷ তার উপর মুখ ছিল ঢাকা৷ তাই ভুল পাত্রে মাল্যদান হলেও দীর্ঘ ক্ষণ বিষয়টি বুঝতে পারেনি দুই পরিবারের সদস্যরাই। অজান্তেই ঘটে যায় পাত্র-পাত্রী বদল৷ রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নে৷
উজ্জয়নের বাসিন্দা রমেশলালের দুই মেয়ে নিকিতা ও কারিশ্মার বিয়ের আয়োজন করা হয়েছিল একই দিনে একই মণ্ডপে৷ দুই পাত্র ভোলা ও গণেশ উভয়ই ভোপালের ডাংওয়ারা এলাকার বাসিন্দা৷ এদিন দুই বোনের সঙ্গে বিয়ে করতে এসেছিলেন দুই যুবক৷ বিয়ের পর্ব চলার মাঝে আচমকাই বিয়ে বাড়ির বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। একই পোশাক পরে থাকায় অন্ধকারে পাত্রী চিনতে ভুল করেন দুই পাত্রও। মাল্যদান থেকে সাত পাকে ঘোরা… সবই তখন শেষ৷ হঠাৎ করেই টনক নড়ে দু’পক্ষের। দেখেন বিয়ে হচ্ছে ভুল পাত্রীর সঙ্গে৷
মণ্ডপে পাত্রী বদল হওয়া নিয়ে শুরু হয় বিস্তর গন্ডগোল৷ কিছু ক্ষণ বাক্বিতণ্ডা চলার পর অবশ্য বিষয়টির মিটমাট করে নেয় সব পক্ষই৷ পরের দিন সকালে ফের বসে বিয়ের আসর৷ নিজের নিজের ঠিক করা পাত্রীর সঙ্গেই বিয়ে করেন ভোলা ও গণেশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>